শিরোনাম
◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ১২:০২ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

লন্ডনের ইসকনের গোবিন্দাস রেস্তোরাঁয় এক ব্যক্তি আচমকা ঢুকে ভিডিও তুলতে তুলতে প্রকাশ্যে কেএফসি-র ফ্রায়েড চিকেন খাওয়া শুরু করেন। ভিডিওটিতে দেখা যায়, ওই ব্যক্তি প্রথমে কাউন্টারে থাকা কর্মীদের জিজ্ঞাসা করেন, এটি কি "ভেগান রেস্তোরাঁ"? উত্তরে তাঁরা জানান, এখানে মাংস, পেঁয়াজ বা রসুন কিছুই পরিবেশন করা হয় না।

তখনই ওই ব্যক্তি একটি কেএফসি-র খাবারের প্যাকেট বের করে কাউন্টারে রাখেন এবং সেখান থেকে মুরগির মাংস তুলে খেতে শুরু করেন। কর্মীরা তাঁকে রেস্তোরাঁর বাইরে যেতে বলেন, এক জন সাহায্যের জন্যও চলে যান। কিন্তু ওই ব্যক্তি নির্বিকারভাবে মাংস খেতে থাকেন এবং এক পর্যায়ে সেটা কর্মীদেরও অফার করেন।

পরে এক গ্রাহক প্রতিবাদ জানিয়ে বলেন, “আপনি কারও ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করছেন।” তার জবাবে তিনি চিৎকার করে বলেন, “ফ্রি দ্য চিকেন!” এরপর তিনি রেস্তোরাঁ ত্যাগ করেন।

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই বলেন, এটি শুধু অপমানজনক নয়, বরং ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা। কেউ কেউ এটিকে হিন্দু বিদ্বেষ ও বর্ণবৈষম্যের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন।

অনেকেই ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন। একজন মন্তব্য করেন, “এটা নিছক জঘন্য আচরণ, উদ্দেশ্য কী—লোককে হেনস্তা করা ছাড়া?” আর এক জন লেখেন, “এতে কারও কোনও উপকার হয়নি, শুধু বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে।”

সূত্র: হিন্দুস্তান টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়