আফ্রিকান নেতাদের সঙ্গে বৈঠকে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই-এর ইংরেজি শুনে বিস্মিত হলেন ডোনাল্ড ট্রাম্প। জানতে চাইলেন, কোথায় শিখেছেন এত ভালো ইংরেজি! অথচ ইংরেজিই লাইবেরিয়ার রাষ্ট্রভাষা। ট্রাম্পের বিস্ময় ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া।
হোয়াইট হাউসে আফ্রিকা মহাদেশের পাঁচ দেশের নেতার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময়, সাবলীল ইংরেজিতে বক্তব্য দেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। তার বক্তব্যে উঠে আসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার আহ্বান।
তবে লাইবেরিয়ার প্রেসিডেন্টের দারুণ ইংরেজি শুনে বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। জানতে চান, কোথা থেকে এত সুন্দর ইংরেজি শিখেছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। যদিও লাইবেরিয়ার সরকারি ভাষা ইংরেজি। ১৯ শতকে মুক্ত কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য গঠিত দেশটির সরকারি কাজ চলে ইংরেজিতেই।
ট্রাম্পের বিস্ময় প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। ক্ষোভ ও হাতাশা প্রকাশ করেন লাইবেরিয়ার নাগরিকরা।
ট্রাম্পের আচরণকে উপনিবেশবাদী মানসিকতার প্রতিফলন বলে মন্তব্য করেন অনেকে। তারা বলছেন, এটি নিছক অপমান নয়, বরং আফ্রিকানদের প্রতি একধরনের উপেক্ষামূলক মনোভাবের বহিঃপ্রকাশ।
আবার অনেকে বলেন, এমন মন্তব্য পশ্চিমাদের আফ্রিকা সম্পর্কে ট্রাম্পের সীমিত জ্ঞানের দৃষ্টান্ত।