শিরোনাম
◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী

প্রকাশিত : ৩০ জুন, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বিজেপি, পারভানিতে আসার সাহস কারও নেই: আসাদুদ্দিন ওয়াইসি

দীর্ঘদিন ধরে ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করছে মহারাষ্ট্রে কথিত অবৈধ বাংলাদেশির উপস্থিতি আছে। এ দাবিকে ওই জনসভায় রোববার প্রত্যাখ্যান করেন আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নিয়ে যে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি হয়েছে তা কেন্দ্রীয় সরকার উপেক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। 

মহারাষ্ট্রে কথিত বাংলাদেশিদের উপস্থিতির বিষয়ে ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। একই সঙ্গে তিনি সীমান্ত ইস্যুতে বিজেপির এবং গোয়েন্দাদের তথ্যের সমালোচনা করেন। তিনি বলেন, পারভানিতে কোনো বাংলাদেশি আসার সাহস দেখাবে না। পারভানি এলাকায় এক জনসভায় তিনি বক্তব্য রাখছিলেন। 

ওয়াইসি বলেন, তাদের (বিজেপি সরকার) হাতে আছে বিএসএফ এবং গোয়েন্দা সংস্থাগুলো। তারপরও তারা দাবি করে এখানে বাংলাদেশির উপস্থিতি আছে। কোনো বাংলাদেশিই পারভানিতে আসার সাহস দেখাবে না।  এ সময় তিনি বাংলাদেশ নিয়ে আরও কঠোর মন্তব্য করেন। আসাদুদ্দিন ওয়াইসি বলেন, (বাংলাদেশে) ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তারা পাকিস্তানের সঙ্গে সামরিক এক্সারসাইজ শুরু করেছে। কিন্তু তা নিয়ে বিজেপি সরকার মোটেও উদ্বিগ্ন নয়। 

রিপোর্টে আরও বলা হয়, হায়দরাবাদের এই এমপির এই মন্তব্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। কারণ, তিনি জাতীয় নিরাপত্তার সঙ্গে আঞ্চলিক ভূ-রাজনীতিকে সম্পৃক্ত করেছেন। তিনি দাবি করেন, সরকার বাস্তব হুমকির চেয়ে বিভক্তি সৃষ্টিকারী বক্তব্যের দিকে দৃষ্টি দিচ্ছে। আসাদুদ্দিন ওয়াইসি ও তার দল এআইএমআইএম মহারাষ্ট্রে ক্রমশ তাদের সক্রিয়তা বৃদ্ধি করছে। মাঝে মাঝেই তারা সংখ্যালঘুদের অধিকার, সুশাসন ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিজেপি ও কংগ্রেসকে টার্গেট করছে। তবে তার মন্তব্যের জবাবে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়