বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সন্ধ্যায় দেশটি জানায়, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে কাল বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথমদিন। আর ঈদ হবে ৬ জুন। সেখানে শুক্রবার ঈদুল আজহা পালিত হবে।
এদিকে, সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঈদের তারিখ ঘোষণা করবে।
বাংলাদেশ সরকার ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং চলবে ১৪ জুন পর্যন্ত।
ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসবের মধ্যে একটি। এটি ‘ত্যাগের উৎসব’ হিসেবেও পরিচিত। এদিন মহান আল্লাহর নির্দেশে নবী হজরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে উৎসর্গ করতে উদ্যত হন। যদিও মহান আল্লাহর ইচ্ছায় বেঁচে যান তাঁর পুত্র। আর এ ঘটনাকে স্মরণ করেই ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকে মুসলমান ধর্মাবলম্বীরা।