শিরোনাম
◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি ◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ◈ জামাতের সঙ্গে ঐক্যে বিতৃষ্ণা: নতুন দল এনসিপি-কে বর্জনের ঘোষণা সংগীতশিল্পী সায়ানের, ভোট না দেওয়ার আহ্বান ◈ অনলাইনে ইলিশ বিক্রির নামে পেইজ খুলে অভিনব প্রতারণা, ৮ প্রতারক গ্রেপ্তার ◈ দেশের বিভিন্ন স্থানে অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে: মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০১:৪৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণ সমস্যায় জর্জরিত পরিবারের গণআত্মহত্যা, সুইসাইড নোট উদ্ধার

ভারতের হরিয়ানা রাজ্যের পঞ্চকুলায় এক চাঞ্চল্যকর ঘটনায় একই পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারটি ব্যাপক ঋণে জর্জরিত ছিল এবং সম্মিলিতভাবে বিষপানে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার রাতে পঞ্চকুলা সেক্টর ২৭-এর একটি ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে রাখা একটি গাড়িতে ছয়জনের মৃতদেহ পাওয়া যায়। গাড়ীর বাইরে বিষপানরত অবস্থায় ছিলেন ৪২ বছর বয়সী প্রবীণ মিত্তাল। মারা যাওয়া বাকিরা তাঁর বয়স্ক বাবা-মা, স্ত্রী এবং দুই মেয়ে ও ছেলে। প্রবীণ মিত্তাল নিজে গাড়ির বাইরে ফুটপাতে বসে ছিলেন। তিনি স্থানীয়দের জানান, তাঁর পরিবার আত্মহত্যা করেছে এবং তিনিও কিছুক্ষণের মধ্যে মারা যাবেন। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান, পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

সোমবার রাতে দেরাদুনের বাসিন্দা প্রবীণ মিত্তাল তাঁর পরিবারের সঙ্গে পঞ্চকুলায় বাঘেশ্বর ধামের এক আধ্যাত্মিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে দেরাদুনে ফেরার পথে তাঁরা এই চরম সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা রাতে হাঁটতে বেরিয়ে একটি উত্তরাখণ্ডের নম্বর প্লেটযুক্ত গাড়ি তাঁর গাড়ির পেছনে পার্ক করা দেখতে পান। গাড়ির উইন্ডশিল্ডে একটি তোয়ালে ঝোলানো দেখে তাঁর সন্দেহ হয়। তিনি ও তাঁর ভাই গাড়ির কাছে গিয়ে প্রবীণ মিত্তালকে জিজ্ঞাসা করেন তাঁরা কোথা থেকে আসছেন।

প্রবীণ জানান, তাঁরা বাঘেশ্বর ধাম থেকে ফিরছেন এবং কোনো হোটেল না পাওয়ায় গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় ব্যক্তি তাদের বাজার এলাকায় গাড়ি সরিয়ে নিতে বলেন। তবে স্থানীয় ব্যক্তির সন্দেহ দূর হয়নি। তিনি আবার গাড়ির কাছে ফিরে যান এবং ভেতরে উঁকি মেরে আঁতকে ওঠেন। তিনি দেখেন, গাড়ির ভেতরে ছয়জন মানুষ শুয়ে আছে এবং তাদের শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে।

স্থানীয় ওই ব্যক্তি বলেন, ‘আমি দেখলাম ছয়জন শুয়ে আছে এবং তারা একে অপরের গায়ে বমি করেছে। গাড়ি থেকে প্রচণ্ড দুর্গন্ধ আসছিল।’ তিনি দ্রুত প্রবীণকে গাড়ি থেকে টেনে বের করে জানতে চান কী হয়েছে। প্রবীণ তখন স্বীকার করেন যে, তাঁর পরিবার আত্মহত্যা করেছে এবং তিনিও পাঁচ মিনিটের মধ্যে মারা যাবেন। প্রবীণ স্থানীয় ব্যক্তিকে জানান যে তিনি ‘বিপুল ঋণের বোঝায় ডুবে’ ছিলেন।

খবর পেয়ে পঞ্চকুলার ডেপুটি কমিশনার অব পুলিশ হিমাদ্রি কৌশিক এবং ডেপুটি কমিশনার অব পুলিশ (আইনশৃঙ্খলা) অমিত দাহিয়া তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে, ছয়জনকে উদ্ধার করে ওজাস হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত ঘোষণা করা হয়। প্রবীণ মিত্তালকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

হিমাদ্রি কৌশিক বলেন, ‘আমরা খবর পেয়ে ওজাস হাসপাতালে পৌঁছে জানতে পারি, ছয়জনকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে সিভিল হাসপাতালে আনা সপ্তম ব্যক্তিকেও মৃত ঘোষণা করা হয়। কিছু তথ্য প্রমাণ করে যে এটি আত্মহত্যার ঘটনা। আমরা বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ সংগ্রহ করছি।’

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, তবে এর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশ আর্থিক সংকট এবং বিপুল ঋণকে এই গণআত্মহত্যার প্রধান কারণ হিসেবে দেখছে। জানা গেছে, প্রবীণ মিত্তাল দেরাদুনে একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা চালাতেন এবং তাতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য একটি বেসরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়