শিরোনাম
◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি ◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ◈ জামাতের সঙ্গে ঐক্যে বিতৃষ্ণা: নতুন দল এনসিপি-কে বর্জনের ঘোষণা সংগীতশিল্পী সায়ানের, ভোট না দেওয়ার আহ্বান ◈ অনলাইনে ইলিশ বিক্রির নামে পেইজ খুলে অভিনব প্রতারণা, ৮ প্রতারক গ্রেপ্তার ◈ দেশের বিভিন্ন স্থানে অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে: মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোমাদের রুটি তোমরা খাও, নাহলে আমার বুলেট আছে: নরেন্দ্র মোদি

এবার পাকিস্তানকে ‘বুলেট’ সতর্কতা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির জনগণের উদ্দেশে তিনি বলেছেন, একটি শান্তিপূর্ণ জীবন যাপন করো। তোমাদের রুটি তোমরা খাও। নাহলে আমার বুলেট আছে। এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, গুজরাটের ভুজ এলাকায় এক সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন মোদি। তিনি সরাসরি পাকিস্তানি জনগণের উদ্দেশে এক ফিরিস্তি পরামর্শ দিয়েছেন। তাদের কি করতে হবে সে বিষয় বাতলে দিয়েছেন।

সরাসরি তাদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাস রোগের প্রতিকার শুধু পাকিস্তানি জনগণই করতে পারে। তার ভাষায়- আমি পাকিস্তানি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, (সন্ত্রাসের মাধ্যমে) তোমরা কি অর্জন করেছ? ভারত এখন (বিশ্বের) চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ। তোমরা কোথায়? তিনি আরও বলেন, পাকিস্তানকে সন্ত্রাসের রোগমুক্ত করতে হলে দেশটির জনগণকে সামনে এগিয়ে আসতে হবে। তরুণদের সামনে এগিয়ে আসতে হবে।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানে সন্ত্রাস হলো ‘উন্মুক্ত বাণিজ্য’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এই সন্ত্রাসে অর্থায়ন, সংগঠিত করা এবং তাদেরকে ব্যবহার করছে পাকিস্তান রাষ্ট্র ও এর সেনাবাহিনী। জয়শঙ্কর আরও বলেন, অন্ধ নন এমন যেকেউ দেখতে পাবেন যে- পাকিস্তানের শহরগুলোতে প্রকাশ্যে কর্মকাণ্ড চালাচ্ছে সন্ত্রাসী সংগঠনগুলো। এটা কোনো গোপন বিষয় নয়। তিনি আরও বলেন, পাকিস্তানের অনেক নাম এবং স্থানকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আমরা যেসব স্থানে (অপারেশন সিঁদুরের সময়) আক্রমণ করেছি, এগুলো ছিল সেইসব জায়গা। সুতরাং ভাববেন না যে, পর্দার আড়ালে কোনো কিছু হচ্ছে।

এর আগে গুজরাটের ডাহোডে এক সমাবেশে বক্তব্য রাখেন মোদি। তিনি অপারেশন সিঁদুরের উল্লেখ করে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর সতর্কতা উচ্চারণ করেন। মোদি বলেন, যদি কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলার সাহস দেখায়, তাহলে তাদের ধ্বংস নিশ্চিত। অপারেশন সিঁদুর শুধুই একটি সামরিক অভিযান নয়। এতে আমাদের ভারতীয় মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। আমাদের হৃদয়ের গভীরে যে আবেগ আছে তার প্রতিফলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়