শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটি কার্যালয় অফিসের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। খবর জিও নিউজের। 

এক বিবৃতিতে উপ-পুলিশ সুপার (ডিএসপি) ইমরানউল্লাহ বলেছেন, বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) জান মুহাম্মদ জানিয়েছেন, জেলা সদর হাসপাতালে ওয়ানায় আহত ১৬ জন চিকিৎসাধীন। 

এর আগে ডেপুটি কমিশনার নাসির খান বলেছেন, পিস কমিটি কার্যালয়ের কাছে বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।

দেশটির পুলিশের কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণে পিস কমিটির কার্যালয় পুরোপুরি ধ্বংস হয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

থিংক ট্যাঙ্ক পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ ব্যাপক বেড়েছে। গত বছরের ডিসেম্বরের মাসের তুলনায় ৪৩ শতাংশ সন্ত্রাসী হামলা বেড়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়