শিরোনাম
◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও ◈ শনাক্ত মৃতেদহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ কুড়িগ্রামের ৭ উপজেলায় নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০২:৫৩ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূর  আত্মহত্যা

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে রীনা বেগম (২০) নামে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।স্বামী  কোরবান ও তার স্ত্রীর বাড়ি নীলফামারী জেলায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী কোরবানকে (২৫) সন্দেহমুলক ভাই   আটক  করেছে থানা পুলিশ।  উপজেলার সোতাশি গ্রামে রীনা বেগম (২০) নামের এক গৃহবধূ। সোমবার (১৪ এপ্রিল)সন্ধ্যায়  উপজেলার সোতাসী গ্রামে এঘটনায় ঘটে।

জানা যায়,স্বামী  কোরবান তার স্ত্রীকে নিয়ে বোয়ালমারীর সোতাসী গ্রামের আহাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে সোতাসিতে  অবস্থিত বিকাশ অটো রাইস মিলে শ্রমিকের কাজ করে।

সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে রীনা তার স্বামীর সাথে ঘুরতে যাবার জন্য বায়না ধরে, তার স্বামী তাকে না নিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে তার স্বামী বাসায় ফিরে দেখে তার স্ত্রী থাকার ঘরে ঘরের রুয়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। আশপাশের লোকজনের সহায়তায় নামিয়ে দেখে সে মারা গেছে।  খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। 

লাশ উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এস আই কামরুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয় এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়