শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ০৪:৩৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা

‘নতুন করে পারমাণবিক সমঝোতায় রাজি না হলে ইরানের ওপর সামরিক হামলা হতে পারে’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, আঘাত করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। খবর রয়টার্সের।

রবিবার ট্রাম্প এমন হুমকি দেওয়ার পর সোমবার তার জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আমাদের শত্রুতা সব সময়ই ছিল। তারা আমাদের ওপর প্রায়ই আক্রমণের হুমকি দেয়, যা আমরা খুব একটা সম্ভাব্য বলে মনে করি না। তবে যদি তারা কোনো দুষ্কর্ম করার চেষ্টা করে, তবে অবশ্যই তাদের সমুচিত জবাব দেওয়া হবে। 
খামেনি আরো বলেন, যদি তারা বিগত বছরগুলোর মতো দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহ সৃষ্টি করার কথা ভাবে, তাহলে ইরানি জনগণ নিজেরাই তাদের মোকাবেলা করবে।

ইরানি কর্তৃপক্ষ সাম্প্রতিক অস্থিরতার জন্য পশ্চিমাদের দোষারোপ করছে। যার মধ্যে রয়েছে ২০২২-২০২৩ সালে হিজাব নিয়ম লঙ্ঘনের অভিযোগে আটক তরুণী মাহসা আমিনির হেফাজতে মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ এবং ২০১৯ সালে জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ।

 এর আগে পরমাণু আলোচনা ফের শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চিঠির জবাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্থানীয় সময় গত বৃহস্পতিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে বলেন, আমাদের প্রতিক্রিয়ায় আমরা বর্তমান পরিস্থিতি ও ট্রাম্পের চিঠি সম্পর্কে আমাদের মতামত বিস্তারিতভাবে তুলে ধরেছি।

আমাদের নীতি এখনো সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে সরাসরি আলোচনায় না জড়ানো। তবে অতীতের মতো পরোক্ষ আলোচনা চলতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়