শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:৩৮ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা রক্ষা করা ‘সম্ভব’ নয়: এরদোয়ান

তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোয়ান: সংগৃহীত

আঙ্কারায় সরকারবিরোধী তীব্র আন্দোলনের মধ্যে তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সমগ্র ইউরোপের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তুরস্ক ছাড়া ইউরোপের নিরাপত্তা রক্ষা করা ‘সম্ভব’ নয়।  এ ছাড়া মহাদেশটির সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। 

স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মন্ত্রিসভার এক বৈঠক শেষে এ কথা বলেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদুলো ও টিআরটি ওয়ার্ল্ড জানায়, বৈঠকে এরদোয়ান বলেছেন যে- ‘তুরস্ককে ছাড়া ইউরোপ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের প্রতি ইউরোপের চাহিদা প্রকাশ্যে স্বীকার করা শুরু হয়েছে, কেবল নিরাপত্তার দিক থেকে নয়, অর্থনীতি থেকে কূটনীতি এবং বাণিজ্য থেকে সামাজিক জীবন পর্যন্ত অনেক ক্ষেত্রেই। আমাদের ইউরোপীয় বন্ধুরা যখন যুক্তিসঙ্গত ভিত্তিতে তাদের নীতিমালা গঠন করে, তখন তারা তুরস্কের সাথে সম্পর্কের গুরুত্বও বোঝে। আমরা এগুলোকে তুর্কি-ইইউ সম্পর্কের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখি।’

তিনি বলেন, ‘ইউরোপীয় দেশ এবং ইইউর সাথে সম্পর্ককে অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক শ্রদ্ধার কাঠামোতে এগিয়ে নিতে প্রস্তুত তুরস্ক।’

এরদোগান আরও বলেন, ‘আঙ্কারা ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং শুরু থেকেই নিজেদের সঠিক অবস্থানে রেখেছে। তিনি বলেন,  শান্তির কোনও পরাজয় নেই, তুরস্ক এটিই প্রতিটি মঞ্চে জোর দিয়ে বলেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়