শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের টানে ভারতীয় যুবক পাকিস্তানে, অতঃপর যা হলো

প্রেমিকার সঙ্গে দেখা করতে বিনা ভিসায় সীমান্ত পার করে পাকিস্তানে পৌঁছে যান উত্তরপ্রদেশের এক যুবক। বৈধ নথি না দেখাতে পারার অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ। ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন অনুসারে, যুবকের বাড়ি উত্তরপ্রদেশের আলিগড়ে। গত ২৭ ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন শহর থেকে গ্রেফতার হন তিনি।

প্রেমিকার সঙ্গে তার প্রথম পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেই বন্ধুত্ব এবং পরে প্রেম। কিন্তু কোনোদিন সামনাসামনি আলাপ হয়নি উভয়ের। অভিযোগ, প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য ভিসা ছাড়াই তিনি পৌঁছে যান পাকিস্তানে। সে দেশে ভ্রমণের কোনো বৈধ নথি না দেখাতে পারার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সে দেশের বিদেশি নাগরিক আইন (ফরেনার্স অ্যাক্ট)-এর আওতায় মামলা রুজু হয়েছে।

‘ইন্ডিয়া টুডে’ অনুসারে, তাকে পাকিস্তানের আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি তাকে ফের আদালতে পেশের নির্দেশ দেওয়া হয়েছে। দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের ওই যুবকের না কি এটি তৃতীয় বারের চেষ্টা। এর আগেও দু’বার পাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। তবে ব্যর্থ হন।

পাকিস্তান এবং ভারতের নাগরিকদের মধ্যে এ ধরনের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। অতীতের বেশ কয়েক বার এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। গত বছরে ভারতীয় প্রেমিকের সঙ্গে দেখা করতে ভিসা ছাড়া এ দেশে চলে আসেন এক তরুণী। প্রেমের টানে পাকিস্তান থেকে দুবাই হয়ে কাঠমান্ডু পৌঁছেছিলেন তিনি। পরে সেখান থেকে ভারতে প্রবেশ করেন। ভারতে এসে ধরা পড়ার পর ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে ওই তরুণীকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়া হয়। তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়