শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষক বিদ্রোহে অচল পাঞ্জাব, ২০০ ট্রেন বাতিল

কৃষকদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতের পাঞ্জাব। গত সপ্তাহেই দাবি না মানার অভিযোগে শাটডাউনের ঘোষণা দিয়েছিল সম্মুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চা।ঘোষণা অনুযায়ী আজ সোমবার পাঞ্জাবের বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

প্রতিবেদনে বলা হয়,  ফসলের ন্যূনতম মূল্যসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ভারতের পাঞ্জাবের কৃষকেরা। আজ সকাল থেকে পাঞ্জাবের ২০০টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করেছে আন্দোলনকারীরা। তাদের ডাকা বন্ধ-এ পাঞ্জাবজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাতিল হয় একাধিক ট্রেনসূচি। 

সকাল সাতটা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে বন্ধ। অমৃতসার গোল্ডেন গেটে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন কৃষকরা। এরপর তারা বিভিন্ন রাস্তা ব্লক করতে থাকেন। 

কৃষক নেতারা বলছেন, গোটা রাজ্যজুড়ে বন্‌ধ পালন করা হলেও সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা চালু রাখা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও কাউকে বাধা দেওয়া হচ্ছে না। 

ভারতে অনেকদিন ধরে ঋণসুবিধা, অবসর ভাতা, বিদ্যুৎ বিলের দাম না বাড়ানো ও পুলিশি মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন তারা। এর আগে ১৩ ফেব্রুয়ারি পাঞ্জাব ও হারিয়ানায় কৃষকরা বিক্ষোভ করেছিল। ৬ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ১০১ জন কৃৃষকরা মিলে তিনবার দিল্লিতে পদযাত্রা করেছিল।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়