শিরোনাম
◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৩ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে এই মোহাম্মদ আল-বশির?

মোহাম্মদ আল বশির। ছবি: সংগৃহীত

মোহাম্মদ আল-বশির একজন সিরিয়ান প্রকৌশলী ও রাজনীতিবিদ। ইতিপূর্বে তিনি সিরিয়ার বিদ্রোহের নেতৃত্ব দেওয়া দল ‘হায়াত তাহরির আল-শাম’ সংশ্লিষ্ট সালভেশন গভর্নমেন্টের নেতৃত্বে ছিলেন। এই সরকার উত্তর-পশ্চিম সিরিয়ার কিছু অংশ এবং ইদলিবে সীমাবদ্ধ ছিল।

বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পর আজ মঙ্গলবার মোহাম্মদ আল-বাশিরকে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। এই সরকার আগামী বছরের ১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

সিরিয়ার রাষ্ট্র-পরিচালিত টেলিভিশনের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বশিরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘সাধারণ কমান্ড আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে।’

জানা গেছে, মোহাম্মদ আল-বশির হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সালভেশন গভর্নমেন্টের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি উত্তর-পশ্চিম সিরিয়ার একটি বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রশাসনের নেতৃত্ব দিয়েছেন।

বশির ১৯৮৬ সালে ইদলিবের জাবাল যাওইয়া অঞ্চলে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যুৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে ডিগ্রি অর্জন করেন এবং যোগাযোগে বিশেষজ্ঞ হন। ২০১০ সালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি উন্নত ইংরেজি কোর্স সম্পন্ন করেন।

২০২১ সালে ইদলিব বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া ও আইন বিষয়ে অনার্সসহ ডিগ্রি অর্জন করেন বশির। তিনি প্রশাসনিক পরিকল্পনা এবং প্রকল্প ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিয়েছেন।

পেশাগত জীবনে তিনি সিরিয়ান গ্যাস কোম্পানির অধীনে একটি গ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।

বশিরের নেতৃত্বে সিরিয়া এখন রাজনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোর পুনর্গঠনের চ্যালেঞ্জের মুখোমুখি।

বাশার আল-আসাদ গত রোববার রাশিয়ায় আশ্রয় নেওয়ার জন্য পালিয়ে যান। এর মাধ্যমে সিরিয়ায় তাঁর পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়