শিরোনাম
◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস 

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ১১:১৯ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪০

ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে। শহরটির দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো ওই হামলায় ৪০ জন নিহত হয়েছেন। খবর বিবিসির। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকা ও বালবেকে ইসরায়েলি শত্রুদের সিরিজ হামলায় ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৩ জন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

বার্তা সংস্থা এএফপি'র একজন করেসপন্ডেন্ট বালবেক থেকে জানিয়েছে, তিনি ধ্বংসস্তূপ থেকে আটকেপড়াদের উদ্ধারের কার্যক্রম দেখেছেন। 

লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বৈরুতের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০ জনের লাশ জরুরি কর্মীরা উদ্ধার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই আক্রমণে চারতলা বিল্ডিংয়ের একপাশ ধ্বংস হয়ে যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তর্গত “সন্ত্রাসী অবকাঠামোতে” আক্রমণ করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা গভর্নরেটের আশপাশে ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি একজন কর্মকর্তা বলেছেন, বালবেক ও বেকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লেবাননের কালচারমন্ত্রী বলেছেন, হামলায় বালবেকে অটোমান আমলের একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এছাড়া গতকাল বুধববার লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পক্ষ থেকে সরে যাওয়ার সতর্ক বার্তা দিয়েছিল।

ইসরায়েলি দাবি করেছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার এবং আলাদা স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে গতকালই বহুল প্রত্যাশিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানা গেছে। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় পেয়েছেন। 

এরপর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! আপনার ঐতিহাসিক হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।

তিনি আরও বলেছেন, এটি একটি বিশাল বিজয়। এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়! 

  • সর্বশেষ
  • জনপ্রিয়