যুক্তরাষ্ট্র জুড়ে গৃহহীন মানুষের সংখ্যা ব্যাপক ভাবে বেড়ে গেছে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সেদেশে গৃহহীনতা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার শহর ও গ্রামীণ এলাকায় পরিচালিত সমীক্ষায় দেখা যাচ্ছে, চলতি বছর গৃহহীন মানুষের সংখ্যা অনেক বেড়েছে। পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।
মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গৃহহীনতার ক্রমবর্ধমান প্রবণতা থেকে মনে হচ্ছে গৃহহীনের সংখ্যা ২০২৩ সালের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। ২০২৩ সালে গৃহহীনের সংখ্যা ছিল ছয় লাখ ৫৩ হাজার যা ২০০৭ সালের পর সর্বোচ্চ।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, গৃহহীনদের সমস্যা নিয়ে কাজ করে এমন ২৫০টির বেশি সংগঠন চলতি বছরের শুরুতে একদিনে কমপক্ষে সাড়ে পাঁচ লাখ গৃহহীনের তালিকা তৈরি করেছে। তারা তুলনামূলক চিত্রে দেখিয়েছে গত বছরের তুলনায় এ বছর গৃহহীন বেড়েছে ১০ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের চূড়ান্ত পরিসংখ্যান অনেকটাই নির্ভর করে নিউ ইয়র্ক সিটির মতো এলাকাগুলোর পূর্ণাঙ্গ পরিসংখ্যানের ওপর। আমেরিকার সবচেয়ে বেশি গৃহহীন মানুষের বসবাস এই নিউ ইয়র্ক সিটিতেই।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গৃহহীন মানুষের সংখ্যা বাড়ার পেছনে কেবল অভিবাসনই দায়ী নয়। আর্থিক সহযোগিতা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির দাম এবং ভাড়া বৃদ্ধির কারণে বহু মানুষ রাস্তায় জীবনযাপনে বাধ্য হচ্ছে।
পত্রিকাটি আরও জানিয়েছে, আমেরিকায় গৃহহীনতা সংকট বাড়ার পেছনে মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যও দায়ী। যুক্তরাষ্ট্রে আজীবন গৃহহীন রয়েছেন এমন মানুষের সংখ্যাও অস্বাভাবিক ভাবে বেড়েছে বলে জানা গেছে।