শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০১:৫৩ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান ইউনুসের অবস্থা ভয়াবহ, কয়েক দিনে নিহত দুই শতাধিক

সাজ্জাদুল ইসলাম: [২] গাজা উপত্যকার অসামরিক প্রতিরক্ষা সংস্থা একথা জানিয়েছে। গত সোমবার থেকে এসব হামলা শুরু হয়। এতে আহত হয়েছেন আরও শত শত। সেখানে এখনও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সূত্র : অ্যারাব নিউজ

[৩] সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে একথা জানান। তিনি বলেন, শনিবার সেখানকার বহুলোক ফের বাস্তুচ্যুত হয়েছেন। বাসাল বলেন, ‘খান ইউনুসের এসব বাসিন্দার কোথায় যাবেন?  তাদের যাওয়ার মতো কোন জায়গা নেই।’

[৪] তিনি বলেন, ‘যে কেউ খান ইউনুস এলাকায় গেলে দেখতে পাবেন যে, সেখানকার মাটিতে ও রাস্তাগুলোতে হাজার হাজার মানুষ ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। দুর্ভাগ্যের বিষয় এলাকাটি এখন আর মানুষের বাসযোগ্য নেই।’ 

[৫] তিনি বলেন, ‘মৃত্যুর কাছে নিজেদেরকে সোপর্দ করা ছাড়া তাদের সামনে আর কোন বিকল্প নেই।’ ৫জন জিম্মির মরদেহ উদ্ধারের পর গত শনিবার ইসরায়েলের সেনাবাহিনী সেখান থেকে বাসিন্দাদের চলে যাওয়ার জন্য নতুন করে নির্দেশ জারি করে।

[৬] সোমবার ইসরায়েলি হামলা শুরুর পর খান ইউনুস থেকে এক লাখ ৮০ হাজারেরও বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তারা বলেছে, সরে যাওয়ার ইসরায়েলি নির্দেশ ও হামলা-লড়াই বেড়ে যাওয়ায় সেখানে ত্রাণ তৎপরতা মারাত্মক ব্যাহত হচ্ছে।

[৭] জাতিসংঘ জানিয়েছে, সেখানকার পানি, পয়নিস্কাশন ও স্বাস্থ্যসেবার অবস্থা ‘অসহনীয়’ হয়ে পড়েছে। শনিবার রাতে খান ইউনুসের সর্বশেষ ভয়াবহ হামলায় ১৫ শিশুসহ নিহত হয়েছেন ৩০ জনেরও বেশি এবং আহত হয়েছেন শতাধিক। সম্পাদনা: শামীম

এসএইচ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়