শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:০৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবালিয়ায় তুমুল লড়াই, অন্তত ১২ ইসরায়েলি সেনা নিহত 

সাজ্জাদুল ইসলাম: [২] উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে হানাদার ইসরায়েলি সেনার তুমুল প্রতিরোধের মুখে পড়ে। প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে বুধবার গাজা সিটির জেইতুন এলাকা থেকে সেনাদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানায়, জাবালিয়া শিবিরের আশপাশের লড়াইয়ের সময় তারা এসব ইসরায়েলি সেনাদের হত্যা করেছে। দ্য নিউ অ্যারাব 

[৩] এদিন ইসরায়েলি বাহিনী উপকূলীয় অবরুদ্ধ উপত্যকায় ভয়াবহ হামালা চালায়। তাদের এ হামলা আরও প্রচন্ড গতিতে প্রতিহত করার চেষ্টা করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংগঠনগুলো। ইসরায়েলি বাহিনী ১২ সেনা নিহতের কথা ঘোষণা করেনি। তবে তারা বলেছে, গাজার দক্ষিণে রাফাহ’র যুদ্ধে তাদের একজন সেনা নিহত হয়েছে।

[৪] আল-কাসাম ব্রিগেডের দেয়া ভিডিওতে প্রচন্ড যুদ্ধের দৃশ্য দেখা গেছে। এতে দেখা যায়, জাবালিয়ার তাদের যোদ্ধারা সাঁজোয়াযান টার্গেট করে আঘাত হানছে, ভবনের মধ্যে সেনাদের স্নাইপাররা গুলি করছে এবং সেনাদের সমাবেশে মর্র্টারের গোলা বর্ষণ করছে।

[৫] চলতি সপ্তাহের শুরু থেকেই ইসরায়েলি বাহিনী জাবালিয়া উদ্বাস্তু শিবিরে প্রচন্ড হামলা শুরু করে। তাদের হামলায় সেখানে অসংখ্য ফিলিস্তিনি নিরীহ হতাহত হয়েছেন।

[৬] জাবালিয়া উদ্বাস্ত শিবিরে ইসরায়েলের সেনাদের সঙ্গে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড এবং শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডের যোদ্ধাদেরও প্রচন্ড লড়াই হয়।

[৭] স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি বাহিনী এলাকাটিতে হামলা সম্প্রসারিত করার ঘোষণা দেয়ার পর শিবিরটির অনেকগুলো বাড়ি ধ্ংস করেছে।

[৮] বুধবার সকাল্ েইসরায়েলি বাহিনী গাজা সিটির জেইতুল এলাকা থেকে সেনা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। সেখানে নতুন করে এ সপ্তাহ ধরে স্থলা হামলা চালায় দখলদার দেশটির সেনারা। সেনারা বলেছে, প্রয়োজনে তারা আবারও এলাকটিতে হামলা চালাবে।

[৯] ফিলিস্তিনি চিকিৎসক দল জানিয়েছে, জেইতুল এলাকা থেকে সেনা প্রত্যাহার করার পর সেখানে ১০টি মরদেহ উদ্ধার করেছেন। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩৫২৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়