শিরোনাম
◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের ◈ শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি: এনসিপি ◈ ইউনিভার্সিটি স্কয়ারে আবারো স্থাপিত হবে যুদ্ধ বিমান ◈ ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি দিল্লি

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১২:০৩ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবালিয়ায় তুমুল লড়াই, অন্তত ১২ ইসরায়েলি সেনা নিহত 

সাজ্জাদুল ইসলাম: [২] উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরে হানাদার ইসরায়েলি সেনার তুমুল প্রতিরোধের মুখে পড়ে। প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে বুধবার গাজা সিটির জেইতুন এলাকা থেকে সেনাদেরকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানায়, জাবালিয়া শিবিরের আশপাশের লড়াইয়ের সময় তারা এসব ইসরায়েলি সেনাদের হত্যা করেছে। দ্য নিউ অ্যারাব 

[৩] এদিন ইসরায়েলি বাহিনী উপকূলীয় অবরুদ্ধ উপত্যকায় ভয়াবহ হামালা চালায়। তাদের এ হামলা আরও প্রচন্ড গতিতে প্রতিহত করার চেষ্টা করে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংগঠনগুলো। ইসরায়েলি বাহিনী ১২ সেনা নিহতের কথা ঘোষণা করেনি। তবে তারা বলেছে, গাজার দক্ষিণে রাফাহ’র যুদ্ধে তাদের একজন সেনা নিহত হয়েছে।

[৪] আল-কাসাম ব্রিগেডের দেয়া ভিডিওতে প্রচন্ড যুদ্ধের দৃশ্য দেখা গেছে। এতে দেখা যায়, জাবালিয়ার তাদের যোদ্ধারা সাঁজোয়াযান টার্গেট করে আঘাত হানছে, ভবনের মধ্যে সেনাদের স্নাইপাররা গুলি করছে এবং সেনাদের সমাবেশে মর্র্টারের গোলা বর্ষণ করছে।

[৫] চলতি সপ্তাহের শুরু থেকেই ইসরায়েলি বাহিনী জাবালিয়া উদ্বাস্তু শিবিরে প্রচন্ড হামলা শুরু করে। তাদের হামলায় সেখানে অসংখ্য ফিলিস্তিনি নিরীহ হতাহত হয়েছেন।

[৬] জাবালিয়া উদ্বাস্ত শিবিরে ইসরায়েলের সেনাদের সঙ্গে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড এবং শহীদ আবু আলী মোস্তফা ব্রিগেডের যোদ্ধাদেরও প্রচন্ড লড়াই হয়।

[৭] স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি বাহিনী এলাকাটিতে হামলা সম্প্রসারিত করার ঘোষণা দেয়ার পর শিবিরটির অনেকগুলো বাড়ি ধ্ংস করেছে।

[৮] বুধবার সকাল্ েইসরায়েলি বাহিনী গাজা সিটির জেইতুল এলাকা থেকে সেনা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। সেখানে নতুন করে এ সপ্তাহ ধরে স্থলা হামলা চালায় দখলদার দেশটির সেনারা। সেনারা বলেছে, প্রয়োজনে তারা আবারও এলাকটিতে হামলা চালাবে।

[৯] ফিলিস্তিনি চিকিৎসক দল জানিয়েছে, জেইতুল এলাকা থেকে সেনা প্রত্যাহার করার পর সেখানে ১০টি মরদেহ উদ্ধার করেছেন। ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৩৫২৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়