শিরোনাম
◈ দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে ◈ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর  সপরিবারে ভিসানিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র ◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক ◈ বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৪, ১২:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৪, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৪

সাজ্জাদুল ইসলাম: [২] নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান ও ড্রোন হামলায় তিন জন এবং গাজা সিটিতে আরও দুই জনসহ সোমবার ২৪ ঘণ্টায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে। সূত্র: আল-জাজিরা

[৩] সিনিয়র হামাস নেতা ওসামা হামাদান আল-জাজিরাকে বলেছেন, ‘ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধের বিষয়টি কোন উদারতা নয়।’

[৪] স্থায়ী যুদ্ধবিরতির হামাসের দাবির পরিবর্তে ৪০ দিনের যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন প্রেক্ষাপটে হামাদান উপরোক্ত মন্তব্য করেন।

[৫] মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র বলেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ইসরায়েলের ওপর কোন কর্তৃত্ব নেই। ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রীরা বলেছে, জিম্মিদের মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোন চুক্তি করলে তারা তার সরকার থেকে বের হয়ে যাবেন বলে ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে ওই মুখপাত্র এমন মন্তব্য করলেন।

[৬] গত ১৮ এপ্রিল নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পক্ষে শিবিরস্থাপন করে বিক্ষোভ শুরুর পর সারা যুক্তরাষ্ট্রে এমন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ছাত্র বিক্ষোভ দমনে পুলিশ সেখান থেকে শতাধিক শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করে। সেই থেকে দেশটিতে ৯শ’রও শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

[৭] টিআরটি ওয়ার্ল্ড জানায়, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ২০৭তম দিন মঙ্গলবার (৩০ এপ্রিল)। দখলদার ইসরায়েলের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৩৪,৪৮৮ ফিলিস্তিনি নিহত এবং ৭৭,৬৪৩ জন আহত এবং ৮,৪০০ নিখোঁজ রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়