শিরোনাম
◈ সার আত্মসাতের মামলায় সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে ◈ মামলা নিষ্পত্তির আগে মৃত্যুদণ্ডের আসামিদের কনডেম সেলে নয়: হাইকোর্টের রায় স্থগিত ◈ জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন  লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ নিয়ামক: প্রধানমন্ত্রী  ◈ ৪৩ বছরের গাড়ি রাস্তায় কিভাবে চলে বিআরটিএ কর্মকর্তাদের কাছে চাইলেন ওবায়দুল কাদের ◈ ১০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা দুবাইয়ের ◈ রাজনীতি নিয়ে কোনো আলাপ করেননি ডোনাল্ড লু: তথ্য প্রতিমন্ত্রী ◈ রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার ◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে বন্দুকযুদ্ধ, ৪ জন হতাহত

সাজ্জাদুল ইসলাম: [২] ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফালের মেইতে সংখ্যাগরিষ্ঠ পশ্চিম জেলা এবং কুকি-জো সংখ্যাগরিষ্ঠ কাংসপকপি সীমান্তে রোববার ভোরে এ বন্দুক যুদ্ধ সংঘটিত হয়। মেইতেই ও কুকি সম্প্রদায়ের গ্রামরক্ষী বাহিনীর মধ্যে এ বন্দুকযুদ্ধে  একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। সূূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] উগ্রপন্থীদের হামলায় দুইজন সিআরপি সদস্য নিহত এবং অপর দুইজন আহত হওয়ার একদিন পর মনিপুরের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীলর মধ্যে এই সংঘর্ষ ঘটনা ঘটল। এঘটনা প্রতিবাদে মনিপুরে অর্ধদিবস হরতাল ডাকা হয়।

[৪] পুলিশের এক কর্মকর্তা বলেন, কয়েক ডজন বন্দুকধারী কৌত্রুক গ্রাম লক্ষ্য করে নির্বিচার গুলি চালায়। কিছু গুলি গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে গিয়ে লাগে। ওই গ্রামে স্থানীয়ভাবে তৈরি একধরনের মর্টারের গোলাও ছোড়া হয়। এতে করে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখান থেকে নারী, শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

[৫] পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, এ হামলার জবাবে কৌত্রুক গ্রামরক্ষী বাহিনীও পাল্টা হামলা চালায়। এতে করে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

[৬] গত বছরের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। দুই গোষ্ঠীর মধ্যে চলমান এ সংঘাতে প্রায় সময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে কৌত্রুক গ্রামে। গ্রামটিকে বন্দুকযুদ্ধের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা হয়। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়