খুররম জামান: [২] ইলেকট্রনিক ভোটিং মেশিন বহনকারী একটি গাড়ি ভারতের আসামের লখিমপুর নির্বাচনি এলাকার নদীতে ডুবে গেছে। হঠাৎ করে পানির স্তর বেড়ে যাওয়ায় একটি যান্ত্রিক নৌকা পানির তোড়ে ভেসে যায়। গাড়িটি নৌকাটি ওপর ছিলো। নৌকাটি পানিতে তলিয়ে যাওয়ার আগেই চালক ও পোলিং অফিসার নিজেদের বাঁচাতে পেরেছেন।
[৩] শুক্রবার ( ১৯ এপ্রিল) আসামের লখিমপুর নির্বাচনি এলাকায় এ ঘটনা ঘটে। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ার পরে নতুন ইভিএম প্রতিস্থাপনের জন্য সাদিয়ার অমরপুর এলাকায় যাচ্ছিলেন তারা। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। একটি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পানি থেকে গাড়িটি তুলে আনার জন্য ডাকা হয়েছিল বলে কর্মকর্তারা জানান। সূত্র: পিটিআই।সম্পাদনা: সমর চক্রবর্তী
এসবি২