শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

সাজ্জাদুল ইসলাম: [২] জাতিসংঘে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার নিরাপত্তা পরিষদের উত্থাপিত খসড়া প্রস্তাবে বৃহস্পতিবার আবারও ভেটো ক্ষমতা প্রয়োগ করে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা

[৩] আনাদোলু জানায়, ব্যাপকভাবে সমর্থিত প্রস্তাবটি ঠেকাতে যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। ফিলিস্তিনের প্রেসিডেন্টসি এক বিবৃতিতে এ মার্কিন ভেটো প্রয়োগকে ‘অন্যায়, অনৈতিক ও অযৌক্তিক’ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।  

[৪] এ বিবৃতিতে জোর দিয়ে বলা হয়,ফিলিস্তিন, এর জনগণের ও তাদের বৈধ অধিকারের ব্যাপারে মার্কিন নীতি নির্লজ্জভাবে আন্তর্জাতিক আইনের লংঘন করছে। 

[৫] এএফপি জানায়, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসও এক পৃথক বিবৃতিত এ মার্কিন ভেটো প্রয়েগের তীব্র নিন্দা জানিয়েছে। হামাস গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে গাজা ছয়মাসেরও বেশি সময় ধরে প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে।

[৬] ছয় মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা এবং অধিকৃত পশ্চিম তীরে বসতিস্থাপন বিস্তৃত করছে দখলদার নব্য উপনিবেশিক বর্ণবাদী ইসরায়েল। এমন প্রেক্ষাপটে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের চেষ্টা করছি ফিলিস্তিন। 

[৭] রয়টার্স জানায়, আলজেরিয়ার উত্থাপিত খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি সুপারিশ করা হয়েছিল। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১২টি এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। 

[৮] ওয়াশিংটন ভেটো না দিলে প্রস্তাবটি পাস হতে প্রয়োজন ছিল ৯ ভোটের। কিন্তু নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের এ কোনোটি কোন প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে তা নাকচ হয়ে যায়। ইসরায়েলকে বাঁচাতে দখলদার দেশটির সব অপকর্মের প্রশ্রয় দিতে যুগের পর যুগ ধরে ভেটো ক্ষমতা ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। 

[৯] ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন। অবশ্য সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়