শিরোনাম
◈ খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি ◈ দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০২:০৬ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫০ দিন আগ্রাসন চালিয়েও কোন লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরায়েল: বিশেষজ্ঞ 

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা সিটি

সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় ৫ মাস ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ধ্বংসস্তুপে পরিণত করেছে ঘনবসতিপূর্ণ অঞ্চলটিকে। কিন্তু যে সামরিক লক্ষ্য নিয়ে যুদ্ধ ঘোষণা করেছিল ইসরায়েল তার কিছুই অর্জন করতে পারেনি। এতে দখলদার ইসরায়েল বাধ্য হয়ে এখন তাদের কৌশল পুণর্বিবেচনা করছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড, আনাদোলু

[৩] ইসরায়েলি হামলা ও তান্ডবে নিহত হয়েছেন অন্তত ৩০৫৩৪ জন এবং আহত হয়েছেন ৭১৯১৪ জন। এ ছাড়া ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে নিখোঁজ আছেন আরও আট হাজারেরও বেশি মানুষ।

[৪] বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল ৫ মাসের হামলা-তান্ডব চালিয়ে তার সামরিক লক্ষ্যের কোনটিই অর্জন করতে পারেনি। পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন তারা রাজনৈতিকভাবে হামাসকে কিভাবে পরাজিত করা যায় সে পথ খুঁজছে। সাম্প্রতিক খবরে জানা গেছে যে, গাজায় যে সীমিত ত্রাণ যাচ্ছে তার দায়িত্ব যাতে হামাস নিতে পারে তার ব্যবস্থাও গ্রহণ করেছে ইসরায়েল। 

[৫] আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক তাহানি মোস্তফা বলেছেন, ইসরায়েল একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি এবং কোন সুুনিদিষ্ট লক্ষ্য ও কৌশল ছাড়া যুদ্ধ থেকে সরে আসার চেষ্টা করছে। লন্ডনের কিং কলেজের স্কুল অব সিকিউরিটি স্টাডিজের সিনিয়র লেকচারার এন্ড্রিজ ক্রেইগ মনে করেন, ইসরায়েল এক ‘চরম ব্যর্থ যুদ্ধে জড়িয়ে পড়েছে’ এবং কোন সুস্পষ্ট পরিকল্পনা ও কৌশল ছাড়াই এ যুদ্ধ থেকে সরে আসতে যাচ্ছে।

[৬] ক্রেইগ বলেন, হামাস নগর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা কাছ থেকে খুব কাছ থেকে হামলা চালাচ্ছে এবং হঠাৎ আবির্ভুত হয়ে শত্রুর ওপর আঘাত হেনে অদৃশ্য হয়ে যাচ্ছেন। এ কারণে হামাস ও অন্যান্য প্রতিরোধ গ্রুপের যোদ্ধাদের হত্যা বা আটক করা কোন সুযোগ বাস্তবে ইসরায়েলি বাহিনীর নেই। তিনি এতো দীর্ঘ সময়ে হামাস তার মাত্র ২০-৩০ শতাংশ যোদ্ধা হারিয়েছে। তবে ইসরায়েল হামাসের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ ক্ষমতা বেশ দুর্বল করতে সক্ষম হয়েছে যার ফলে এখন তারা ইসরায়েল লক্ষ্য করে খুব কম রকেট হামলা করছে। সম্পাদনা: ইকবাল খান

এসআই/আইকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়