চলতি দশকের শেষের মধ্যে মাইক্রোসফটসহ বাণিজ্যিক অংশীদারদের ২০ শতাংশের পরিবর্তে আয়ের ৮ শতাংশ দেবে ওপেনএআই।
চলতি দশকের শেষের মধ্যে মাইক্রোসফটসহ বাণিজ্যিক অংশীদারদের ২০ শতাংশের পরিবর্তে আয়ের ৮ শতাংশ দেবে ওপেনএআই। এ সিদ্ধান্তের ফলে ওপেনএআইয়ের প্রায় ৫০ বিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে দি ইনফরমেশনের প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ওপেনএআই ও মাইক্রোসফট সার্ভার ভাড়ার খরচ নিয়ে আলোচনায় রয়েছে। দুই কোম্পানি একটি চুক্তিতে স্বাক্ষর করেছে, যা ওপেনএআইকে লাভজনক কোম্পানি হিসেবে পুনর্গঠন করতে সহায়তা করবে। বর্তমানে ওপেনএআইয়ের অলাভজনক শাখা ১০০ বিলিয়ন ডলারের বেশি আয় করতে সক্ষম। ফলে এটি বিশ্বের সবচেয়ে ধনী ও অর্থসম্পন্ন অলাভজনক সংস্থাগুলোর মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। সূত্র: রয়টার্স