শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া!

এনডিটিভি: এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা এখন সারা বিশ্বে। এবার আরও এক ধাপ এগিয়ে এআই মানবীকেই মন্ত্রী করল আলবেনিয়া। কানাডা ও বৃটেনের মতো বিশ্বের অনেক দেশেই এখন এআই বিষয়ক নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আলাদাভাবে মন্ত্রী নিয়োগ করছে। কিন্তু এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল মন্ত্রী নিয়োগের কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটি। তার নাম ডিয়েলা। এই এআই মন্ত্রী আলবেনিয়া সরকারের যাবতীয় ব্যয়ের দেখভাল করবে।

চলতি বছরের শুরুতেই আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছিলেন, তাদের দেশে কোনও একদিন মন্ত্রী বা প্রধানমন্ত্রী হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে সেই সময়ে কেউ ভাবতেও পারেনি যে সেই দিনটা এত তাড়াতাড়ি আসবে। এত দ্রুত তারা একজন এআই মন্ত্রী নিয়োগ করবে। তিরানায় আলবেনিয়ার সোশ্যালিস্ট পার্টির এক সমাবেশে এই প্রথম রক্তমাংসের কোনও ব্যক্তি নন এআই মন্ত্রী ডিয়েলার সঙ্গে দেশবাসীর পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী রামা।

আলবেনিয়ান শব্দ ডায়েলা-এর অর্থ সূর্য। ডায়েলা এখন মন্ত্রী হিসাবে ‘নিয়োগ’ পেলেও সে আলবেনিয়া সরকারের হয়ে কাজ শুরু করেছে ২০২৫ সালের জানুয়ারি থেকে। তখন তাকে সরকারি ওয়েবসাইটের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজে লাগানো হয়েছিল। বিভিন্ন সরকারি কাজে নাগরিক পরিষেবা প্রদানের সহায়তা করত ডায়েলা। এআই-মানবীর কাজ দেখে একেবারে মুগ্ধ আলবেনিয়ার প্রধানমন্ত্রী।

তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘ডায়েলার নজরদারিতে প্রতিটি দরপত্র ১০০ শতাংশ স্বচ্ছ এবং দুর্নীতি-মুক্ত হবে। দরপত্র আহ্বান থেকে অর্থ বরাদ্দ করা, কোথাও দুর্নীতি ঢুকতে পারবে না।’ মন্ত্রীর চেয়ারে বসার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে ডিয়েলা। ইতিমধ্যেই সে আলবেনিয়ার ডিজিটাল পরিষেবা পোর্টালের মাধ্যমে নাগরিকদের পরিষেবা দিচ্ছে। ভয়েস কমান্ডের মাধ্যমে আমলাদের বিভিন্ন অনুরোধ সামলাচ্ছে।

যদিও সমালোচকরা বলছেন, এটা রামা সরকারের একটা স্টান্ট। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, বিশেষ করে সরকারি ব্যয়ের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে এই সরকারের বিরুদ্ধে। এই অভিযোগ ঝেড়ে ফেলতেই এই পদক্ষেপ করা হলো।

সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়