শিরোনাম
◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন ◈ পানগুছি–বলেশ্বরের রূপালি ইলিশে জেলেপল্লীতে উৎসব, নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে ◈ ভারতে লুকিয়ে থাকা আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীকে যেভাবে ধরলো এফবিআই ◈ উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির টেন্ডারের কমিশন নিয়ে দর কষাকষির অডিও ফাঁস (ভিডিও) ◈ উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা: ডাকসু নির্বাচন ◈ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান শেখ হাসিনা, দিলেন আসন্ন নির্বাচন নিয়ে নতুন ফর্মুলা

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশে যাচ্ছে ইরানের জাফর ও পায়া উপগ্রহ

ইরানের তৈরি জাফর এবং পায়া উপগ্রহ এই শরতে রাশিয়ার সয়ুজ রকেটে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে দেশটির মহাকাশ সংস্থা। অন্যদিকে চাবাহার মহাকাশ বন্দরের কাজও এগিয়ে চলেছে বলে জানানো হয়েছে।

ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে বার্তা সংস্থা তাসনিমকে বলেছেন, দুটি দূর-সংবেদনশীল উপগ্রহ জাফর এবং পায়া গত বছর উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হয়েছিল। এই শরতে রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে এগুলি কক্ষপথে পাঠানো হবে। তিনি আরও বলেন, একটি অভ্যন্তরীণ উৎক্ষেপণের বিকল্প এখনও পর্যালোচনাধীন রয়েছে।

ইরানি ১৪০২ সালে উপগ্রহগুলি উন্মোচিত হয় এবং ১৪০৩ সালে একটি বিদেশী লঞ্চারে উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু রাশিয়ান পক্ষ থেকে বিলম্বের কারণে সময়সীমা পিছিয়ে দেওয়া হয়।

সালারিয়ে আরও বলেন, চাবাহার মহাকাশ বন্দরের প্রথম পর্যায় তথা কঠিন জ্বালানী উৎক্ষেপকের জন্য ডিজাইন বছরের শেষ নাগাদ কার্যকর হবে। যার মধ্যে একটি লঞ্চ প্যাড, কমান্ড সেন্টার, টেলিমেট্রি সিস্টেম এবং বিদ্যুৎ ও রাস্তার মতো অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষা সমাপ্তির পর প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে। মাঝারি শ্রেণির তরল জ্বালানি উৎক্ষেপকগুলির উপর আলোকপাত করে দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজ এই বছর শুরু হবে।

তিনি আরও বলেন, নাহিদ-২ যোগাযোগ উপগ্রহের দ্বিতীয় পরীক্ষামূলক মডেলটিও এই বছর দেশীয় সিমোর্গ লঞ্চারে উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়