শিরোনাম
◈ আমি ও বিএনপি বিশ্বাস করি, দল-মত, ধর্ম-দর্শন যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান ◈ সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা ◈ রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী ২৪ থেকে ২৬ আগস্ট  তিন দিন কক্সবাজারে সম্মেলনের  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না: প্রধান উপদেষ্টা ◈ মাদরাসাপ্রধানদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা ◈ ‎তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন, ‎বসতভিটা হারিয়ে নিঃস্ব অনেক পরিবার ◈ ফরিদপুরে পদ্মায় ভরা মৌসুমেও ইলিশের হাহাকার, বাজারে আগুন ◈ একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের ◈ সুন্দরবনের উপকূলে নোয়াপাড়ার শতবর্ষী পানের হাটে কোটি টাকার লেনদেন, তবুও চাষিদের হতাশা ◈ স্যাটেলাইটের মাধ্যমে কুমির গবেষণা: যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বন বিভাগ উদ্বিগ্ন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রামে ২ ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বড়গ্রাম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই পুরাতন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

২০ আগষ্ট'২৫  বুধবার রাতের এ অভিযানে ইয়াবা,হিরোইন,নেশাজাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য  ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজাম (৪০) ও এরশাদুল (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয় ৭৯ পিস ইয়াবা,৩ পিস টাপেনটাডল ট্যাবলেট,১২ পুরিয়া হিরোইন এবং একটি মোটরসাইকেল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্র জানায়।

এ ব্যাপারে ওসি মো: নাজমুল আলম বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে রাজারহাট থানা পুলিশ কাজ করছে। মাদক বিরোধী এ অভিযানে মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। 

মাদকের ভয়াবহতা সম্পর্কে বড়গ্রাম ছিনাই এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, মাদকের কারণে আমাদের এলাকায় অনেক তরুণ নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশ এ ধরনের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনায় আমরা স্বস্তি পেয়েছি। মাদক ব্যবসার কারণে গ্রামে অশান্তি বেড়ে যাচ্ছিল। এ অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে। স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়