শিরোনাম
◈ ইউরোপজুড়ে বিমান পরিষেবায় সাইবার হামলা, বাতিল হচ্ছে ফ্লাইট ◈ ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয় না : সালাহউদ্দিন ◈ আমরা উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই করে গড়ে উঠেছি’: মির্জা ফখরুল ◈ ট্রেনে ভয়ংকর ছিনতাইকারী: চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণহানি, যাত্রীরা আতঙ্কে ◈ বড় সুখবর সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগে, বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানা গেল ◈ নির্বাচনে সীমিত পরিসরে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি ◈ এবার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের, বাংলাদেশের বিষয়ে যা জানা গেল! ◈ আকাশ বন্ধ করল আরবরা ইসরাইলের বেহুঁশদশা! (ভিডিও) ◈ এবার পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের  বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আইসিসির  ◈ ‌বিএন‌পি‌কে দুর্বল করার লক্ষ‌্য নি‌য়ে এক‌টি শ‌ক্তি‌কে দৃশ‌্যমান কর‌তে রাজপ‌থে সাত দল?

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপ তাড়ানোর ঘরোয়া উপায় ও সতর্কতা: নিমপাতা, কালো তিল ও ধোঁয়া কার্যকর

সাপকে ভয় পায় না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। আর পৃথিবীতে আইসল্যান্ড ছাড়া এমন কোনও জায়গা নেই যেখানে সাপ দেখতে পাওয়া যাবে না। গ্রামে-গঞ্জে, শহরে সর্বত্র সাপের উপদ্রব। সাপের কামড়ের পরিণাম যে কী, তা তো আর কারও অজানা নয়।

এছাড়াও বাগেশ্বরের বাসিন্দা ভাবনা রাওয়াত স্থানীয় 18-কে বলেন যে, প্রথমে কালো তিল এবং যবের দানা একসঙ্গে মিশিয়ে উঠানের এক কোণে আগুন জ্বালিয়ে তাতে নিক্ষেপ করুন। এই মিশ্রণের ধোঁয়া ছড়িয়ে পড়ুক সর্বত্র। সাপ এই গন্ধের ধোঁয়া পছন্দ করে না। গ্রীষ্মের মরশুমে এই প্রক্রিয়াটি অবশ্যই সপ্তাহে একবার করা উচিত।

তবে একাধিক এমন ঘরোয়া টোটকা আছে, যা ব্যবহার করে সাপের হাত থেকে নিস্তার পাওয়া যায়।

যখনই সাপের মুখে পড়েন, তখনই সেই জায়গা থেকে দ্রুত পালানোর চেষ্টা করেন অথবা ভয় পেতে শুরু করেন। কারণ সবাই ভাবেন এই প্রাণী কামড়ানোর পরে প্রাণে বাঁচা যায় না। এটা একেবারেই ভুল কথা। কোনও অন্ধবিশ্বাসের বশবর্তী না হয়ে যথাসময়ে উপযুক্ত পরিষেবা পেলে, আপনিও দ্রুত সুস্থ হতে পারেন।

অ্যামোনিয়া গ্যাস সাপ তাড়াতে অত্যন্ত কার্যকর। তবে এমন একটা পাতাও কিন্তু আছে, যা যে কোনও সাপকে তাড়িয়ে দেয়।

সাপ তাড়াতে নিম পাতা অব্যর্থ। নিমের তেল এক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী। জলে নিমের তেল মিশিয়ে সারা ঘরে প্রতিদিন স্প্রে করলে আপনি সাপ থেকে মুক্তি পাবেন। বাড়ির আনাচে-কানাচে, জলা জায়গায় নিমপাতা ব্যবহার করতে পারেন।

তবে মনে রাখবেন সব সাপ কিন্তু কখনওই বিষধর হয় না। কিছু সাপ এমনও আছে যা নির্বিষ। তাই সব সাপ আপনার ক্ষতি করবে এমন ভাবার কারণ নেই। সূত্র: নিউস ১৮ বাংলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়