শিরোনাম
◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস ◈ ট্রাম্পের ৫০% শুল্ক আরোপে ভারতকে অপ্রত্যাশিত খেসারত দিতে হবে ◈ ‎তিস্তা নদীতে সরকারি বাঁধের নিচে অবৈধ বালু উত্তোলন: ধ্বংসের মুখে কোটি টাকার স্প্যার বাঁধ ◈ শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড় ◈ সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিটেন্স  ◈ পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১ ◈ কিশোরগঞ্জে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা,ধর্ষক গ্রেফতার  ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আসতে পারে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার 

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৯ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৬ সে‌প্টেম্বর) বাজৌর জেলার খার তহসিলের কাওসার ক্রিকেট গ্রাউন্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।

হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, সম্প্রতি নিরাপত্তা বাহিনী পরিচালিত ‘অপারেশন সারবাকাফ’-এর জেরে সন্ত্রাসীরাই এই কাণ্ড ঘটাতে পারে।

বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) ওয়াকাস রফিক জানান, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি টার্গেটভিত্তিক হামলা বলে মনে হচ্ছে’।

গত সপ্তাহেও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে পুলিশের গুলিতে প্রথমে একজন সন্ত্রাসী নিহত হয়। এরপর পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা করলে একজন কনস্টেবল নিহত হন। তারই ধারাবাহিকতায় ক্রিকেট মাঠে হামলা হয়েছে বলে পুলিশের ধারণা।

সাম্প্রতিক সময়ে জঙ্গি আক্রান্ত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। 

নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের দমনে কঠোর অবস্থান নিলেও স্থানীয় জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্রিকেট মাঠে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়