স্পোর্টস ডেস্ক: রোববার (৭ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হবে কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। রোববার (৭ সেপ্টেম্বর) পুরুষ এককের এই শিরোপার লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায়।
সেমিফাইনালে জোকোভিচকে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছেন আলকারাজ। অন্যদিকে, বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার কানাডিয়ান ফেলিক্সকে হারিয়ে জায়গা করে নেন শিরোপার মঞ্চে।
এটি সিনার এবং আলকারাজের মধ্যে টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। রোল্যান্ড গ্যারোসে আলকারাজ জয়ের পর উইম্বলডনে সিনার সেই হারের প্রতিশোধ নেন।
উল্লেখ্য, এবারের লড়াইটি কেবল ইউএস ওপেন ট্রফির জন্যই নয়, বরং বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানের জন্যও লড়বেন এই দু’জন। যা বর্তমানে ইতালিয়ানদের দখলে।