শিরোনাম
◈ ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আহত ২, গ্রেপ্তার ৬ ◈ নোয়াখালীতে ঘাট দখল-চাঁদাবাজি: ভাগ যাচ্ছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের পকেটে ◈ আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি শুরু ◈ শেরপুরে দুই মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক ◈ রমজানের একসপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই : সালাউদ্দিন ◈ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনীতিতে বিতর্ক ◈ তিনমাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি ◈ বাংলাদেশ সরকার ও জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে: উপ-প্রেস সচিব ◈ মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া কে এই শরিফুল, বাংলাদেশে তাঁকে নিয়ে মাতামাতি কেন ◈ ক্রিকেটার সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৪:১৫ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টাইন কোচ এখন বসুন্ধরা কিংসে

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন রবার্তো কার্লোস মারিও গোমেজের খেলোয়াড়ি ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। আর্জেন্টিনার ক্লাব টেম্পারলির হয়ে ক্যারিয়ার শুরু করা এই ডিফেন্ডার পরে ফেরো কারিল ওয়েস্তের হয়ে ১৯৮২ ও ১৯৮৪ সালে জিতেছেন লিগ শিরোপা। 

তবে কোচিং ক্যারিয়ার বেশ দীর্ঘ তার। ইউরোপ ও এশিয়ার অনেক ক্লাবের ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি।

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সহকারী কোচ হলেও মায়োর্কার প্রধান ছিলেন গোমেজ। ইন্টারের সহকারী কোচ থাকার সময় কাজ করেছেন কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও এবং হার্নান ক্রেসপোদের সঙ্গে।

এদিকে মালয়েশিয়ার জাতীয় দলেরও কোচ ছিলেন ৬৮ বছর বয়সি মারিও গোমেজ। কোচিং ক্যারিয়ারে গোমেজ বড় সাফল্য পেয়েছেন জোহর দারুল তাজিমের ডাগআউটে। মালয়েশিয়ার ক্লাবটির হয়েছে ২০১৫ সালে এএফসি কাপ ছাড়াও জিতেছেন সুপার কাপ, লিগ কাপ সহ চ্যারিটি শিল্ডও।

গত বছর বরখাস্ত হওয়ার আগে সর্বশেষ ইন্দোনেশিয়ার ক্লাব বাহইয়াংকারা এফসি'র দায়িত্বে ছিলেন তিনি।

এদিকে প্রথমবারের মতো কোনো আর্জেন্টাইন কোচ বসুন্ধরা কিংসের ডাগআউটে দাঁড়াচ্ছেন। এর আগে বাংলাদেশের ফুটবলে অভিষেকের পর থেকেই আধিপত্য দেখানো কিংসে খেলেছেন আর্জেন্টিনার তিন ফুটবলার। তাদের মধ্যে একজন হের্নান বারকোস। ২০২০ সালে এই আর্জেন্টাইন খেলেছিলেন বসুন্ধরার হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়