শিরোনাম
◈ ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আহত ২, গ্রেপ্তার ৬ ◈ নোয়াখালীতে ঘাট দখল-চাঁদাবাজি: ভাগ যাচ্ছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের পকেটে ◈ আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি শুরু ◈ শেরপুরে দুই মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক ◈ রমজানের একসপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই : সালাউদ্দিন ◈ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনীতিতে বিতর্ক ◈ তিনমাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি ◈ বাংলাদেশ সরকার ও জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে: উপ-প্রেস সচিব ◈ মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া কে এই শরিফুল, বাংলাদেশে তাঁকে নিয়ে মাতামাতি কেন ◈ ক্রিকেটার সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইপিএলে ফির‌তে চান দ‌ক্ষিণ আ‌ফ্রিকার ডি ভিলিয়ার্স! 

স্পোর্টস ডেস্ক : এবিডি ভিলিয়ার্স ২০২১ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে লম্বা সময় খেলেছেন প্রোটিয়া এ ব্যাটার। 

উইকেটের চারপাশে শট খেলার কারণে তাকে ‘মিস্টার ৩৬০’ ডাকা হয়। আবারও আইপিএলে ফেরার ইঙ্গিত দিয়েছেন ডানহাতি এ ব্যাটার। তবে ক্রিকেটার ভূমিকায় নয়, কোচ বা মেন্টর হওয়ার কথা ভাবছেন ডি ভিলিয়ার্স।

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো আইপিএলের দল আরসিবির সাথে ভালো সম্পর্ক রয়েছে ডি ভিলিয়ার্সের। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ২০২৬ আইপিএলে আরসিবিতে ফিরতে পারেন তিনি।

আরসিবির সাথে কাজ করার ইচ্ছে ডি ভিলিয়ার্স নিজেও করেছেন। তিনি বলেছেন, ‘আমি ভবিষ্যতে আইপিএলে ফিরতে পারি, তবে ভিন্ন ভূমিকায়। পুরো মৌসুমে পেশাদার দায়িত্ব নেওয়া কঠিন, সেই সময়টা শেষ। তবে কখনোই না বলার সুযোগ নেই। আমার হৃদয় সব সময় আরসিবির সঙ্গে থাকবে। তাই যদি দল মনে করে, আমার জন্য কোনো ভূমিকা আছে, আর সময়-সুযোগ মিলে যায়, তাহলে সেটা অবশ্যই আরসিবিই হবে।

২০০৮ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে অভিষেক হয়েছিল ডি ভিলিয়ার্সের। তিন মৌসুম পর ২০১১ সালে যোগ দেন আরসিবিতে, আর এরপরই শুরু হয় তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির অটুট সম্পর্ক।

আরসিবির জার্সিতে ১৫৭ ম্যাচ করেছেন ৪৫২২ রান। গড় ৪১.১০ আর স্ট্রাইক রেট ১৫৮.৩৩। করেছেন ২টি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটি।

দুই ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে আইপিএলে ১৮৪ ম্যাচে ৫১৬২ রান ভিলিয়ার্সের। ৪০টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি। ডি ভিলিয়ার্স ২০২২ সালে ক্রিস গেইলসহ একসঙ্গে জায়গা করেন আরসিবির হল অব ফেমে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়