শিরোনাম
◈ শেহবাজ শরীফের পক্ষ থেকে ইসহাহাক দার বেগম জিয়াকে শুভেচ্ছা জানান  ◈ সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ  ◈ কমিশনের সঙ্গে আইনজ্ঞদের বৈঠক: গণভোট বা বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ ◈ সারা দেশের নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি ◈ যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি, ভিডিও ভাইরাল ◈ ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা ◈ ইসিতে ধাক্কাধাক্কি: রুমিন ফারহানার অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ ◈ সাকিব আল হাসান আবারও বিশ্ব ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ◈ যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ ◈ বাবার পর এবার কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার  

ব্রাজিলের জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে শেষ ম্যাচ খেলেছেন নেইমার জুনিয়র। মধ্যে দু’বার তাকে দলে নেওয়া হলেও ইনজুরির কারণে শেষ সময়ে ছিটকে গিয়েছিলেন। 

এবার চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে ডাক পাওয়ার জোর সম্ভাবনা ছিল সান্তোস ফরোয়ার্ডের। কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন নতুন ইনজুরিতে পড়েছেন তিনি। 

সংবাদ মাধ্যমের মতে, ব্রাজিল কোচ আনচেলত্তির সোমবার দল ঘোষণা করার কথা। এর ২৪ ঘণ্টা বাকি থাকতেই  ঊরুর ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। 

তার ইনজুরির বিষয়টি এরই মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়ে দিয়েছে সান্তোস। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের ঊরু বেশ ফুলে গেছে। অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন তিনি। পরে পরীক্ষা করিয়ে তার ইনজুরি ধরা পড়েছে। 

নতুন করে ইনজুরিতে পড়ায় নেইমারের ব্রাজিল দলে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়লো। এর আগে ইনজুরি কাটিয়ে নেইমার টানা সাত ম্যাচ সান্তোসের জার্সিতে ৯০ মিনিট খেলেছিলেন। এতে করে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জল হয়। যদিও কোচ আনচেলত্তি তাকে দলে নেওয়ার বিষয়ে সন্দিহান ছিলেন বলে দাবি করেছিল কিছু সংবাদ মাধ্যম। 

ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমার এরই মধ্যে তার চিকিৎসা শুরু করেছেন। ৩১ আগস্ট তার সান্তোসের ক্যাম্পে ফেরার কথা। সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যে অনুশীলন শুরু করার কথা তার। ব্রাজিল তাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি খেলবে যথাক্রমে ৫ ও ১০ সেপ্টেম্বর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়