শিরোনাম
◈ শেহবাজ শরীফের পক্ষ থেকে ইসহাহাক দার বেগম জিয়াকে শুভেচ্ছা জানান  ◈ সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ  ◈ কমিশনের সঙ্গে আইনজ্ঞদের বৈঠক: গণভোট বা বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ ◈ সারা দেশের নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি ◈ যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি, ভিডিও ভাইরাল ◈ ৮ ঘণ্টা অবরুদ্ধ জবি ভিসি, দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা ◈ ইসিতে ধাক্কাধাক্কি: রুমিন ফারহানার অনুসারীদের মহাসড়ক অবরোধ, এনসিপির বিক্ষোভ ◈ সাকিব আল হাসান আবারও বিশ্ব ক্রিকেটে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ◈ যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসার ফি বাড়ছে প্রায় ১৫০ শতাংশ ◈ বাবার পর এবার কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আম্পায়ারিং ওয়ার্কশপে অংশ নি‌তে জে‌সি-মুকুলরা এখন শ্রীলঙ্কায় 

নিজস্ব প্রতি‌বেদক : আম্পা‌রিং‌য়ে ধার বাড়া‌তে গে‌ছেন তারা, নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন সাথিরা জাকির জেসি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন জেসি। 

তার আগে নিজের জ্ঞান আরেকটু বাড়ানোর সুযোগ পেলেন তিনি। আইসিসির ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করতে শ্রীলঙ্কা গেলেন তিনি সহ আরও ৬ আম্পায়ার।

রোববার দুপুরের ফ্লাইটে রাজধানী থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন আইসিসি প্যানেলে থাকা সাত আম্পায়ার। দুই দিনের এই ওয়ার্কশপে যোগ দেবেন ভারত ও শ্রীলঙ্কার আম্পায়াররাও। ওয়ার্কশপের মূল আয়োজক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার এটি হচ্ছে শ্রীলঙ্কায়। ভবিষ্যতে এমন আয়োজন হতে পারে বাংলাদেশেও।

গত বছর আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হয়েছেন চার নারী আম্পায়ার সাথিরা জাকির, ডলি রানি, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা মিশু। আর পুরুষদের মধ্যে আন্তর্জাতিক প্যানেলে আছেন মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভির আহমেদ ও মাহবুব আলি খান সুমন।

এই আট জনের মধ্যে সাতজন যোগ দেবেন আইসিসির ওয়ার্কশপে। জার্সিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগের খেলা পরিচালনায় ব্যস্ত থাকায় এই ওয়ার্কশপ করা হবে না দেশের অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেলের। 

ওয়ার্কশপ শেষ করে আগামী বুধবার দেশে ফিরবেন জেসি-মুকুলরা। ঢাকায় ফিরেই সিলেটে চলে যাবেন তারা। আসন্ন নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং করার কথা রয়েছে জেসি-মুকুলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়