শিরোনাম
◈ এশিয়া কাপসহ বড় আস‌রে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে খেল‌বে ভারত, ত‌বে দ্বিপাক্ষীক‌ ক্রিকেট নয়  ◈ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর! ◈ আমার স্ত্রীকে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ধর্ষণ করেছিলেন: ভারতের অবসরপ্রাপ্ত কর্নেল অমিত কুমার ◈ এবার বিমানের চাকা চুরি করে অন্য এয়ারলাইনসে বিক্রি! ◈ সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু ◈ কোরআন ছুঁয়ে শপথ, ইসলাম কী বলে? ◈ যে মন্তব্যের কারণে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে বরখাস্ত মার্কিন মুখপাত্র শাহেদ গোরেশি ◈ নির্বাচনি জোট গঠনের চেষ্টায় জামায়াত: অধিকাংশ ইসলামি দলের না ◈ ইসরা‌য়েল‌কে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি এআইএসির ◈ বিকা‌লে সাফ ফুটব‌লে শ‌ক্তিশালী ভারতের মুখোমুখি  বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইসরা‌য়েল‌কে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি এআইএসির

স্পোর্টস ডেস্ক : এ দা‌বি জা‌নি‌য়ে‌ছে ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি)। তারা গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরাইলের ওপর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার কথা জানায়।

এআইএসি আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর আগেই এ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে,‘ইসরাইলকে এই যুদ্ধ থামাতে হবে এবং ফুটবল বিশ্বকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ খবর আল জাজিরা

এআইএসি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে যাতে ইসরাইলের সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব উয়েফা ও ফিফাকে জানানো হবে। তারা দাবি করেছে, এই পদক্ষেপ মানবিকতার দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় এবং বৈধ।

চিঠিতে বলা হয়েছে,‘এখন প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে যেখানে অনেক কোচ, ম্যানেজার এবং অ্যাথলেটও নিহত হচ্ছেন। এই পরিস্থিতিতে ইসরাইলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা একেবারে প্রয়োজনীয় এবং বৈধ পদক্ষেপ হবে। অতীতের বেদনাকে মানবতা এবং বিবেকের বিপরীতে রাখা অসম্ভব।

এআইএসি'র সহসভাপতি জিয়ানকার্লো কামোলেসে মন্তব্য করেছেন,‘আমরা যদি চাইতাম তাহলে শুধু খেলার দিকে মনোযোগ দিতে পারতাম। কিন্তু আমরা মনে করি, এটিই সঠিক পদক্ষেপ নয়।

গত বছর ইসরাইলের সঙ্গে ইতালির নেশন্স লিগের ম্যাচের আগে ও পরে বিক্ষোভ হয়েছিল। সেসময় স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং স্টেডিয়ামের ছাদে স্নাইপারও মোতায়েন করা হয়েছিল।

এরপর থেকে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে, যেখানে চলতি মাসের শুরুর দিকে ২২ মাসব্যাপী যুদ্ধে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।

এআইএসি'র সহসভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি আরও বলেন,‘বিশ্ব আজ আগুনে জ্বলছে, ফিলিস্তিনিরা নিঃশেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে উদাসীন থাকা একেবারেই অগ্রহণযোগ্য। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়