নিজস্ব প্রতিবেদক : এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু জানায়নি। তবে বিভিন্ন মিডিয়া প্রচার করছে যে, এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজে আম্পায়ারিং করবেন দেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।
ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জেসি। এর আগে ঘরোয়া ক্রিকেটে ছেলেদের ম্যাচে আম্পায়ারিং করলেও আন্তর্জাতিক ম্যাচে এবারই প্রথম দায়িত্ব পালন করবেন জেসি।
বিভিন্ন গণমাধ্যমের খবর, নেদারল্যান্ডস সিরিজে দুটি ম্যাচে রিজার্ভ আম্পায়ার ও একটি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি। আসন্ন নারী বিশ্বকাপেও আম্পায়ারিং করবেন তিনি। তার আগে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করে বড় অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল। ৩০ আগস্ট সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে তারা। বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর।