শিরোনাম
◈ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য খরচে: ইউআরপি ও ডিএলআর প্ল্যাটফর্মে নিরাপদ ও সরাসরি নিয়োগ নিশ্চিত ◈ অসংক্রামক রোগ প্রতিরোধে জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ জামায়াতে ইসলামী’র পুনরুত্থানে বাংলাদেশ রাজনীতি ডানমুখী হচ্ছে ◈ সুখবর: মার্কিন শুল্ক নীতির কারণে চীন-ভারত থেকে বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে গার্মেন্ট অর্ডার ◈ কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ◈ কাগজ দেওয়ার নাম করে বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে চড় মারেন যুবক ◈ দীর্ঘায়ুর মানচিত্রে নতুন সংযোজন সিঙ্গাপুর, স্বাস্থ্যনীতি ও টেকসই নগরায়ণে বিশ্বের ষষ্ঠ ‘ব্লু জোন ◈ এবার বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল, বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর ◈ রোনালদোর আল নাসর সৌদি সুপার কাপের ফাইনালে ◈ দেশের ৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদোর আল নাসর সৌদি সুপার কাপের ফাইনালে

স্পোর্টস ডেস্ক : হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সৌদি সুপার লিগের প্রথম সেমিফাইনাল ম্যাচ। সেখানে করিম বেনজেমার ইত্তিহাদকে ২-১ গোলে ফাইনালের টিকিট পেয়েছে রোনালদোর আল নাসর।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে আল আহলি এবং আল কাদেসিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সেখানেই নির্ধারিত হবে ফাইনালে কারা হচ্ছে আল নাসরের প্রতিপক্ষ। --- সময়‌নিউজ
 
ম্যাচের প্রথম দিকেই ১০ জনের দলে পরিণত হওয়ায় বেশিরভাগ সময়ই রক্ষণাত্মক ফুটবল খেলতে হয়েছে নাসরকে। আর সে কারণে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল আল ইত্তিহাদ। ৬৫ ভাগ বল দখলে ছিল তাদের। ৩৫ ভাগ ছিল আল নাসরের। আক্রমণেও দাপট ছিল ইত্তিহাদেরই। তবে প্রতি আক্রমণে নাসরও ব্যস্ত রেখেছে ইত্তিহাদের রক্ষণকে।    
 
১০ জনের দল নিয়েও ইত্তিহাদের পোস্টে ১৫টি শট নেয় নাসর। বিপরীতে ১০টি শট নেন আল ইত্তিহাদ। আল নাসর তো একটি গোল বেশিও দিয়েছিল। কিন্তু ভিএআর দেখে হোয়াও ফেলিক্সের দ্বিতীয় গোলটা বাতিল করে দেন রেফারি।
 
শুরুতেই আক্রমণে ঝড় তোলা নাসর ১০ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায়। ৬ মিনিট পরই গোলটা পরিশোধ করে দেন আল ইত্তিহাদের ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। ২৫ মিনিটে লাল কার্ড দেখেন সাদিও মানে। এরপর থেকেই রক্ষণে বেশি মনযোগী হয়ে ওঠে নাসর।
 
তবে ৬১ মিনিটে কাউন্টার অ্যাটাকে মাঝ মাঠ থেকে ফাঁকায় বল পেয়ে যান রোনালদো। তিনি সেটি নিয়ে এগিয়ে এসে পাস দেন হোয়াও ফেলিক্সের কাছে। ফেলিক্স আলতো ছোঁয়ায় সেটি জড়িয়ে দেন আল ইত্তিহাদের জালে। আর এই গোলই গড়ে দেয় ম্যাচের ব্যবধান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়