স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে শুভমান গিলকে নিয়ে প্রত্যাশা ছিল। কিন্তু লাল-বলের ফরম্যাটে ভারত অধিনায়ক প্রত্যাশা তো পূরণ করেইছেন উপরন্তু সমস্ত প্রত্যাশা তিনি ছাপিয়ে গিয়েছেন।
এশিয়া কাপে শুভমান গিলকে নেওয়া হবে কিনা, তা নিয়ে চর্চা চলছিল। একদল মনে করছিলেন, শুভমান গিল জায়গা পাবেন না এশিয়া কাপে। কারণ সূর্য কুমার যাদব ভারতকে নেতৃত্ব দেবেন এশিয়া কাপে। ফলে গিলের জায়গা হবে না এই দলে। -- আজকাল
আবার আরেকদলের মতে, ইংল্যান্ডে দুর্দান্ত পারফরম্যান্স করার পরে তাঁকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই নেই। দারুণ ছন্দে রয়েছেন তিনি। ভারতের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর বলেন, ''ইংল্যান্ডে গিলের ফর্ম নিয়ে আমাদের একটা প্রত্যাশা ছিলই। কিন্তু গিল সেই প্রত্যাশাপূরণ করেছে।
প্রত্যাশার বেশি ও দিয়েছে। শুভমান গিল দুর্দান্ত ছন্দে রয়েছে। শুভমানের অন্তর্ভুক্তিতে দলের ব্যাটিং অপশন বেড়ে গেল। দুবাইয়ে যাওয়ার পরে দলের প্রথম একাদশ ঠিক করা হবে।
এশিয়া কাপের দল ঘোষণা মঙ্গলবারই করা হয়েছে। নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নিলেন মঙ্গলবার। সূর্যকুমার যাদব দলের অধিনায়ক। শুভমান গিল দলের ভাইস ক্যাপ্টেন। এবারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারতের অভিযান শুরু ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর ভারত-পাক বিস্ফোরক ম্যাচ।
তবে মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে দল ঘোষণা করল, তার প্রেক্ষিতে অনেকেই কিন্তু মনে করছেন, ওয়ানডে থেকেও জায়গা হারাতে চলেছেন রোহিত শর্মা। কারণ বোর্ডের একেকটি পদক্ষেপ থেকে বোঝাই যাচ্ছে তারা শুভমান গিলকে তিনটি ফরম্যাটে অধিনায়ক করার কথা ভাবনাচিন্তা করছে।
আইপিএল চলাকালীন রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের অব্যবহিত পরেই হিটম্যান জানিয়ে দেন, তাঁকে আর টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা যাবে না।
বর্তমানে রোহিতের হাতে রয়েছে কেবল ওয়ানডে ফরম্যাট। কিন্তু পরিস্থিতি যে দিকে ধীরে ধীরে মোড় নিচ্ছে, তাতে ওয়াকিবহাল মহলের মনে হচ্ছে ওয়ানডেতেও আর বেশিদিন নেই রোহিত।
এশিয়া কাপের দলে শুভমান গিলের জায়গা পাওয়ার কথাই ছিল না। কিন্তু ইংল্যান্ডের মাটিতে গিলের নেতৃত্ব ও ব্যাটিংয়ের জন্যই এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে গিলকে। দেওয়া হয়েছে সহ অধিনায়কত্বের বাড়তি দায়িত্বও। ফলে সব দিক দেখে শুনে ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল মহলের মনে হচ্ছে ওয়ানডে ফরম্যাট থেকেও সরতে হবে রোহিতকে।
ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের পারফরম্যান্সে দারুণ খুশি নির্বাচকরা। জাতীয় দলের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর জানিয়ে দিয়েছেন, শুভমান গিল তাঁদের প্রত্যাশা পূরণ করেছেন।
প্রত্যাশার অতিরিক্তই পারফরম্যান্স তুলে ধরেছেন। ফলে তাঁর জায়গা যাবে, এমনটা ভাবা নিরর্থক। কালক্রমে শুভমান গিলের হাতেই উঠবে তিন ফরম্যাটের দায়িত্ব। বোর্ডের এহেন ভাবনার সফল রূপায়ণ হল বলে।