শিরোনাম
◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান ◈ সেপ্টেম্বরের মধ্যেই সব জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে ◈ সীমান্ত বিরোধ মেটাতে চীন-ভারত বৈঠকে যে আলোচনা হলো ◈ নির্বাচন, সেনাবাহিনী, বিএনপি ও জামায়াত—সব ইস্যুতে মুখ খুললেন শাহরিয়ার নাজিম জয় শাহরিয়ার নাজিম জয় ◈ মধ্যপ্রাচ্যে আটকে না থেকে ইউরোপ-জাপানে দক্ষ শ্রমিক পাঠানোয় জোর: আসিফ নজরুল ◈ বাংলাদেশ দ্রুত ক্যাশলেস অর্থনীতির পথে: গভর্নর আহসান মনসুর ◈ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস ◈ পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন? ◈ বুড়িগঙ্গার তীর থেকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি উচ্ছেদ (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় জয়চরণ বিশ্বাস (৭৩) ও বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮) নামের দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পূর্বধলার আগিয়া ইউনিয়নের মৃত রামচরণ বিশ্বাসের ছেলে জয়চরণ বিশ্বাস এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে বোরহান উদ্দিন ওরফে বিল্লাল।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে প্রথম ঘটনাটি ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। বাড়ির ট্রাঙ্ক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারানোর শোকে জয়চরণ বিশ্বাস তার স্ত্রীকে বকাঝকা করে ঘর থেকে বের করে দেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর জয়চরণ বিশ্বাসও বাড়ি থেকে বেরিয়ে যান। পরে বুধবার ভোরে প্রতিবেশী আরতী রানী দাস বারান্দার সামনে জয়চরণ বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামে। আনিসুজ্জামান সোহেলের পুকুরপাড়ের পশ্চিম পাশে স্থানীয় পাহারাদার আব্দুল মজিদ বোরহান উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের মাধ্যমে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ আরেকটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, বৃদ্ধ ও যুবকের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়