শিরোনাম
◈ ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: সংকটের মধ্যেও দৃঢ় সরকার ও সেনাবাহিনী ◈ প্রবাসীদের জন্য সুখবর: পাসপোর্ট ছাড়াও হতে পারবেন ভোটার, জেনে নিন নতুন নিয়ম ◈ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির ◈ শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ ◈ চরভদ্রাসনে সরকারী রাস্তার ইট বেচে দিলেন প্রভাবশালী! ◈ বাংলা‌দেশ -নেদারল্যান্ডস সিরিজে আম্পায়ারিং করবেন সা‌থিরা জা‌কির জেসি!  ◈ অবসরপ্রাপ্ত বঞ্চিত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর ◈ টানা ৩০ দিন জেলে থাকলে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী: ভারতে নতুন বিল ◈ জেট ফুয়েল বকেয়া নিয়ে সংবাদে বিমানের প্রতিবাদ, ৯৩৭ কোটি টাকার মুনাফা আন্তর্জাতিক নীতিতেই গণনা দাবি ◈ মহাখালীর সাততলা বস্তিতে আগুন, এখন নিয়ন্ত্রণে (ভিডিও)

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ওয়ান‌ডে বিশ্বকাপের দল ঘোষণা কর‌লো ভারত, হরমনপ্রীতের নেতৃত্বে ১৫ জন

স্পোর্টস ডেস্ক : সূর্যকুমার যাদবদের এশিয়া কাপের দল ঘোষণা পর মহিলাদের এক দিনের বিশ্বকাপের দলও জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রত্যাশামতোই ১৫ জনের দলের নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর। উল্লেখযোগ্যদের মধ্যে জায়গা পাননি শেফালি বর্মা। বাংলা থেকে দলে রয়েছেন রিচা ঘোষ। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়েও একই দল খেলবে।

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন জোরে বোলার রেণুকা সিংহ। মহিলাদের আইপিএল খেলার সময় কুঁচকিতে চোট পান তিনি। চোট গুরুতর না হলেও এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে ছিলেন বেশ কিছু দিন। এখন ম্যাচ খেলার জন্য তৈরি তিনি। স্বাভাবিক ভাবেই তাঁকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে।

বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিতদেরই রাখা হয়েছে। তবে শেফালিকে স্ট্যান্ডবাই হিসাবেও না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে মহিলা দলের প্রধান নির্বাচক নীতু ডেভিড বলেছেন, ‘‘শেফালি আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে। ওর পারফরফম্যান্সের দিকে নজর রয়েছে। বিশ্বকাপের দলে না থাকলেও অদূর ভবিষ্যতে আমরা ওর কথা বিবেচনা করতেই পারি। 

শেফালির দক্ষতা নিয়ে আমাদের কারও সংশয় নেই।’’ উল্লেখ্য, গত বছর অক্টোবরে ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক এক দিনের ম্যাচ খেলেছেন ২১ বছরের অলরাউন্ডার। 

শেফালি ওপেনার হিসাবেও দক্ষ। ওপেনার হিসাবে মন্ধানার সঙ্গে দলে রয়েছেন প্রতীকা রাওয়াল। ইনিংস শুরু করতে পারেন যস্তিকা ভাটিয়াও।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। প্রথম দিনই মাঠে নামবে ভারতীয় দল। হরমনপ্রীতদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ৫ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবেন তারা।

বিশ্বকাপের ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রেণুকা সিংহ ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌর, রাধা যাদব, শ্রী চারানি, স্নেহ রানা এবং যস্তিকা ভাটিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়