স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় চলমান এই সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে দ্বিতীয় ম্যাচে এসে ঠিকই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাট করে জিসান আলমের ফিফটিতে ১৮৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৫৪ রানে থামে নেপাল। বাংলাদেশ পায় ৩২ রানের জয়।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। দুই ওপেনার জিসান আলম ও নাঈম শেখ করেন আক্রমণাত্মক ব্যাটিং। শুরুতে নাঈম একটু দেখেশুনে খেললেও জিসান প্রথম থেকেই নেপালের বোলারদের ওপর চড়াও হন। ১৮ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় নাঈম ২৫ রান করে আউট হলে ভাঙে ৬০ রানের জুটি।
নাঈম ফিরলেও ঠিকই ফিফটি তুলে নিয়েছেন জিসান। তবে এদিন বেশ কয়েকবার ভাগ্যেরও ছোয়া পেয়েছেন মারকুটে এ ব্যাটার। তার তুলে দেওয়া ক্যাচ নিতে পারেনি নেপালের ফিল্ডাররা। ৪৫ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৭১ রান করে ফেরেন জিসান। ১৫৭.৭৮ স্ট্রাইকরেটে এদিন ব্যাট করেছেন জিসান।
সাইফ হাসান বড় ইনিংস খেলতে পারেননি। ১১ বলে ১১ রান করে ফিরেছেন তিনি। অধিনায়ক সোহানও পারেননি তেমন কিছু করতে। ১১ বলে মাত্র ৫ রান করেছেন উইকেট কিপার এ ব্যাটার। মাহিদুল ইসলাম অঙ্কন প্রত্যাশিত ঝড় তুলতে ব্যর্থ। ৭ বলে তার ব্যাট থেকে এসেছে ৭ রান।
তবে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেনH আফিফ হোসেন। শেষ পর্যন্ত ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন তিনি। নেপালের হয়ে দুটি উইকেট শিকার করেছেন রিজান ধাকাল। একটি করে উইকেট নিয়েছেন কারান কেসি, নন্দন যাদব ও সন্দ্বীপ লামিচানে।
বড় রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল। টাইগার বোলারদের সামনে সুবিধা করতে পারেননি কুশাল ভারটেল-লোকেশ বামরা। Iনেপালের হয়ে ৪৭ বলে ৫৯ রান করে অপরাজিত ছিলেন কুশাল মাল্লা। তবে তার ইনিংসটি নেপালের হার এড়াতে পারেনি। দলের হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান। দুটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।