শিরোনাম
◈ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা ◈ প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে, জুলাই সনদের খসড়ায় আরও যা আছে ◈ হাসনাত-সারজিসসহ ৫ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার ◈ দেশে আরেকটা বিপ্লব হতে পারে : রেজা কিবরিয়া ◈ ফরিদপুরে অসুস্থ গরু জবাই করে পালিয়ে গেল কসাই! ◈ ‎তিস্তা নদীর পানি বিপদসীমা থেকে নামলেও দুর্ভোগে প্লাবিত মানুষ ◈ কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ ◈ আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ জুলাই সনদ না দিয়ে জনগণের সঙ্গে বেইমানি করেছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে নেপালকে হারা‌লো বাংলাদেশ এ’ দল

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ১২:৪৬ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক তুহিনের পরিবারের পাশে গাজীপুর সিটি করপোরেশন

এ এইচ সবুজ, গাজীপুর: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নৃশংসভাবে খুন হওয়া দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে নগরভবনের হলরুমে এক অনুষ্ঠানে প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নিহত তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তার হাতে চেকের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তুহিনের দুই শিশু সন্তান তৌকির হোসেন (৫) ও আবদুল্লাহ আল ফাহিম (৩) এবং পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিহত সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন একজন সাহসী ও নির্ভীক কলম সৈনিক। তাঁর নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আজকের এই সহায়তা ক্ষুদ্র একটি উদ্যোগ মাত্র। আমি এবং গাজীপুর সিটি করপোরেশন সবসময় তুহিনের পরিবারের পাশে থাকব। বিশেষ করে এই শিশুদের বাবার স্বপ্ন পূরণে আমরা সহযোগিতা করব।”

প্রশাসকের এই আশ্বাস ও সহায়তায় নিহতের পরিবার কিছুটা সাহস ফিরে পেয়েছে। তুহিনের স্ত্রী মুক্তা বেগম কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আজ বুঝতে পারছি, সমাজ ও প্রশাসন আমাদের একা ফেলে দেয়নি।”

দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “তুহিন হত্যার মূল রহস্য উদঘাটনে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন দুটি উদ্ধার করা জরুরি। তদন্ত সঠিক পথে না গেলে সাংবাদিক সমাজ আগামী ৭ দিনের মধ্যে কর্মসূচি দেবে।”

অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জিসিসির সচিব আল আমিন পারভেজ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এরপর থেকেই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখা তাঁর পরিবারের পাশে রয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের এই মানবিক সহায়তা শুধু অর্থ নয়, শোকাহত পরিবারের জন্য এক টুকরো আশার আলো হয়ে এসেছে। তুহিন আর নেই, তবে তাঁর কলমের শক্তি ও স্মৃতি গাজীপুরবাসীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়