নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটারদের দীর্ঘদিনের চাওয়া ছিলো বিপিএলের বাইরে টি-টোয়েন্টি লিগের। তাদের চাওয়াতেই গত বছর থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি (এনসিএল টি-টোয়েন্টি)। প্রথম আসরটা বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়েছিল। তাই আসন্ন আসর নিয়ে বেশ কিছু দারুণ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ক্রিকেটারদের চাওয়া ছিল প্রতিবছর যাতে হয় এনসিএল টি-টোয়েন্টি। সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এই আসর। এর আগে জানা গিয়েছিল তিন ভেন্যুতে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি। বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট টুর্নামেন্টের চেয়ারম্যান আকরাম খান জানালেন তিন ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট।
আকরাম বলেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন বগুড়া, রাজশাহী এবং সিলেট—এই তিনটা জায়গায় করার কথা ভাবছি। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি।
বিপিএলে দেখা যায় দিবারাত্রির ম্যাচ। এনসিএলেও সেই চিন্তা করছে বিসিবি। এতে ক্রিকেটাররা হবেন উপকৃত। এই প্রসঙ্গে আকরাম বলেন, ‘ওদের তো বিপিএল নিয়ে অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে। আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় কিন্তু অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে। রাজশাহী থেকে ভালো ভালো খেলোয়াড়ও আসছে। সিলেটে আমাদের দিবা-রাত্রির একটা পরিকল্পনা আছে। সেমিফাইনাল ও ফাইনাল হয়তো আমরা দিবা-রাত্রির করব, সেটার জন্যই সিলেটে আমরা পরিকল্পনা করেছি।