শিরোনাম
◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি সই ◈ রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ ◈ চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চালক ◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির ◈ রাজনৈতিক বিশ্বাসের অপবিত্রতা দূর করতে: গাজীপুরে বিএনপি কার্যালয় দুধ দিয়ে ধুয়ে শুদ্ধি অভিযান  ◈ ভিসা মিললেও পা‌কিস্তান এশিয়া কাপ হকিতে ভারতে দল পাঠাতে রাজি নয়  ◈ পুমাস‌কে হা‌রিয়ে লিগস কা‌পের কোয়ার্টার ফাইনালে মে‌সির ইন্টার মায়ামি  ◈ কাশারি বাড়ির কবরস্থানজুড়ে আজও বুকফাটা কান্না

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ০৫:৩৫ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আইসিসি'র মাস সেরা ক্রিকেটারের দৌড়ে শুভমান গিল, প্রতিপক্ষ কারা?

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯। এমন অসাধারণ পারফরম্যান্সের কারণে আইসিসি'র মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে ঢুকে পড়েছেন তিনি। শুভমানের সঙ্গে দৌড়ে রয়েছেন বেন স্টোকস এবং উইয়ান মুলডার।

জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টে ৫৬৭ রান করেছেন গিল। গড় ৯৪.৫০। এই মাসেই এক টেস্টে করেছেন ৪৩০ রান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে চারশোর বেশি রান করার নজির গড়েছেন তিনি। এই তালিকায় প্রথম স্থানে গ্রাহাম গুচ। তিনি একটি টেস্টে করেছিলেন ৪৫৬ রান। এই কারণেই জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়ার দৌড়ে তাঁকে রেখেছে আইসিসি।

উল্লেখ্য, ইংল্যান্ড সিরিজেই অধিনায়কত্বে অভিষেক হয়েছে তাঁর। ভারতীয় দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তরুণদের পাশে দাঁড়িয়েছেন। এমনকী দলের প্রয়োজনে আম্পায়ারদের মুখের উপর কথা বলতে পিছুপা হননি। এমনকী ইংল্যান্ড ক্রিকেটারদেরও চ্যালেঞ্জের মধ্যে ফেলেছেন। তাঁর নেতৃত্বে বিলেত থেকে সিরিজ ড্র রেখে দেশে ফিরছে ভারত। সব মিলিয়ে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেতে পারেন তিনি।

গিল ছাড়াও আইসিসি'র এই পুরস্কারের দৌড়ে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং দক্ষিণ আফ্রিকার মুলডার। জুলাইয়ে টেস্টে করেছেন ২৫১ রান। গড় ৫০.২০। নিয়েছেন ১২ উইকেট। অন্যদিকে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে লড়াইয়ে ঢুকে পড়েছেন মুলডার। জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক করেছেন ৫৩১ রান। সঙ্গে ৭ উইকেটও পেয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, সহজে শুভমানের হাতে উঠবে না পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়