শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌ক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ, একই দ‌লের বিরু‌দ্ধে ফাইনাল ১০ আগস্ট

স্পোর্টস ডেস্ক ; ৬৮ রানে ৫ উইকেট! ছন্দে থাকা জাওয়াদ আবরারের সঙ্গে ততক্ষণে ড্রেসিং রুমে ফিরে গেছেন আজিজুল হাকিম তামিম, রিজান হোসেন, কালাম সিদ্দিকী অ্যালিনরা। টপ অর্ডারের ব্যাটারদের হারিয়ে যখন একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তখন দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন বশির রাতুল। তাদের দুজনের ৮০ রানের জুটিতে উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ---- ক্রিক‌ফ্রেঞ্জি 

১০ আগষ্ট হারারেতে সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ফাইনাল খেলবেন জাওয়াদ-তামিমরা। ফাইনালের আগে আরও এক দফা প্রোটিয়াদের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাবে জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের যুবারা। ইনিংসের চতুর্থ ওভারেই ফেরেন জাওয়াদ। পেসার বুয়ান্দা মাজোলার গুড লেংথ ডেলিভারিতে সোজা ব্যাটে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ডানহাতি এই ওপেনার। জাওয়াদের ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। অধিনায়ক আজিজুল তামিমও বেশিক্ষণ টিকতে পারেনি।

পাওয়ার প্লে শেষের আগে বুয়ান্দার অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। আজিজুল তামিমের ব্যাট থেকে এসেছে ৭ রান। দলের রান পঞ্চাশ হওয়ার আগে আউট হয়েছেন রিজান। 

একটু পর ফিরে গেছেন কালাম সিদ্দিকী। বাকিদের আসা-যাওয়ার মিছিলেও একপ্রান্ত আগলে রেখে রান করে যাচ্ছিলেন রিফাত বেগ।

বাংলাদেশের ওপেনারকে অবশ্য হাফ সেঞ্চুরি পেতে দেননি জেমস পল। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ৪৭ বলে ৪৩ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ওপেনার। রিফাত ফেরায় ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আব্দুল্লাহ ও রাতুল। তারা দুজনে মিলে ৮০ রান যোগ করেন। জুটির বেশিরভাগ রানই এসেছে রাতুলের ব্যাট।

শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করছিলেন তিনি। ৬ চার ও তিনটি ছক্কায় ৩৬ বলে ৫২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন রাতুল। তাকে সঙ্গ দেয়া আব্দুল্লাহ ৪৭ বলে ২০ রান করেছেন। তাদের দুজনের ব্যাটেই শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। সাউথ আফ্রিকার হয়ে একাই চার উইকেট নিয়েছেন বুয়ান্দা। একটি উইকেট পেয়েছেন জেমস।

এর আগে ব্যাটিং করতে নেমে ১৪৭ রানে অল আউট হয় সাউথ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন বান্দিলে এমবাতা। এ ছাড়া জেমস ৩৩ ও ভিহান প্রিটোরিয়াস ১৮ রান করেছেন। 

বাংলাদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন সানজিদ মজুমদার। দুটি করে উইকেট পেয়েছেন রাতুল ও মোহাম্মদ আল ফাহাদ। একটি করে উইকেট শিকার করেছেন ইকবাল হোসেন ইমন ও রিজান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়