শিরোনাম
◈ ‎তিস্তায় ফের পানি বৃদ্ধি, পানি নিয়ন্ত্রণে খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট ◈ নিউ জার্সির ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক সিটি ◈ জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: ভূমি-সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে ৩০ বছরের পরিকল্পনা ◈ পৃথিবীর ইতিহাসের সকল স্বৈরশাসকদের সমিতি হলে নি:সন্দেহে শেখ হাসিনা হবে এর সভাপতি: অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ রা‌শিয়ায় ভু‌মিক‌ম্পের জে‌রে ৬০০ বছর পরে জেগে উঠলো কামচাটকার আগ্নেয়গিরি!  ◈ জাতিসংঘ বলছে, তাদের প্রতিবেদন কেউ পড়ে না ◈ ডিএনএ পরীক্ষায় সবার পরিচয় নিশ্চিত, নিহতের সংখ্যা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মাইলস্টোন অধ্যক্ষ ◈ পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রুপান্তর, চলছে মাসিক চাঁদাবাজি ◈ বিশ্বে ২০২৩ সালে ১.১ ট্রিলিয়ন ডলারের প্লাস্টিক বাণিজ্য, ৭৫% পরিণত হয়েছে বর্জ্যে: আঙ্কটাড রিপোর্ট ◈ ট্রাম্পের জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত!

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আবুধা‌বি ও দুবাই স্টে‌ডিয়া‌মে এ‌শিয়া কা‌পের খেলা, ম‌্যাচ হ‌বে রাত ৮টায়

স্পোর্টস ডেস্ক : ভারত-পা‌কিস্তান ইস‌্যু‌তে এশিয়া কাপ নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত সবকিছুর অবসান ঘটিয়ে গত সপ্তাহে এশিয়া কাপের সূচি প্রকাশ করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সূচি অবশ্য পূর্ণাঙ্গ ছিল না। শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এ‌শিয়ান ক্রিকেট কাউ‌ন্সিল (এসিসি)।

এসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে হবে এশিয়া কাপের সবগুলো ম্যাচ। স্টেডিয়াম দুটি হলো—আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল শ্রীলঙ্কা, আফগানিস্তান আর হংকং। গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে সবগুলো। পূর্ণাঙ্গ সূচিতে দেখা গেছে, গ্রুপ পর্বে বাংলাদেশ সবগুলো ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে লিটন দাসের দল। একদিন পর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তাসকিন-মুস্তাফিজরা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোর। সেখানে সবগুলো দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই খেলবে ফাইনাল। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল ম্যাচ দিয়ে এশিয়া কাপের পর্দা নামবে।

টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে। ফাইনালসহ ১১ ম্যাচ হবে সেখানে। আর সুপার ফোরের একটিসহ আবুধাবিতে মোট ম্যাচ হবে আটটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়