এল আর বাদল : প্রায় ৬০০ বছর পরে জেগে উঠলো রাশিয়ার কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ এবং বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, গত সপ্তাহে সে দেশে যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই জেগে উঠতে পারে এই আগ্নেয়গিরি। -- আনন্দবাজার
কামচাটকা অগ্ন্যুৎপাত মোকাবিলা দলের প্রধান ওলগা গিরিনা জানিয়েছেন, ৬০০ বছর পরে এই প্রথম বার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। এ তথ্য ঐতিহাসিক ভাবে নিশ্চিত করা গিয়েছে। তিনি মনে করছেন, বুধবার যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই এমনটা হয়েছে। ওই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল চিলে, ফ্রেঞ্চ পলিনেশিয়ায়।
তার পরে কামচাটকার ক্লাইয়ুচেভস্কয় আগ্নেয়গিরিও জেগে উঠেছিল। ওই আগ্নেয়গিরি যদিও কামচাটকায় সবচেয়ে সক্রিয়। প্রসঙ্গত, কামচাটকায় বহু আগ্নেয়গিরি রয়েছে।
ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির টেলিগ্রাম চ্যানেলকে গিরিনা জানিয়েছেন, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে শেষ বার লাভা নির্গত হয়েছিল ১৪৬৩ সাল নাগাদ (তার ৪০ বছর আগেও হতে হপারে, ৪০ বছর পরেও হতে পারে)। তার পরে আর ওই আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হয়েছে বলে জানা যায়নি।
রাশিয়ার জরুরিকালীন পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, ছাই নির্গত হয়ে প্রায় ৬০০০ মিটার উচ্চতায় উঠেছিল। তার পরে সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পূর্বে প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে গিয়েছে। পথে কোনও জনবসতি ছিল না বলে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ওই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে কমলা সতর্কতা জারি করা হয়েছিল, যা উচ্চ সতর্কতা বলেই ধরে নেওয়া হয়।