শিরোনাম
◈ গণহত্যার ভার বইতে না পেরে ইসরায়েলি সেনাদের আত্মহনন: যুদ্ধে ফেরেনি প্রায় ১ লাখ সেনা: গণমাধ্যম ◈ ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র রুখতে হবে: শাহবাগে ছাত্রসমাবেশে মির্জা ফখরুল ◈ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে এডিবি-বাংলাদেশের ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ◈ সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর ◈ শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি ঘোষণা ◈ সুখবর এলপি গ্যাস ব্যবহারকারীদের জন্য ◈ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও) ◈ সব ব্যক্তিশ্রেণির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, কিছু শ্রেণি ছাড়ের আওতায় ◈ কালীগঞ্জে আকস্মিকভাবে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর, আহত ১ 

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘ বলছে, তাদের প্রতিবেদন কেউ পড়ে না

জাতিসংঘের দক্ষতা বৃদ্ধির ও খরচ কমানোর লক্ষ্যে তৈরি এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিজস্ব রিপোর্টগুলো খুব একটা পড়া হয় না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১ আগস্ট) বিভিন্ন দেশের প্রতিনিধিদের এ প্রতিবেদন সম্পর্কে অবহিত করেন। খবর রয়টার্সের।

র।জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে গঠিত ‘ইউএন৮০ সংস্কার টাস্কফোর্স’ এই প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের মতো বিভিন্ন সংস্থা প্রদত্ত হাজার হাজার আদেশ কীভাবে বাস্তবায়ন করা হয়, তা বিশ্লেষণ করা হয়েছে।

গত বছর গুতেরেস জানান, ২৪০টি সংস্থার অংশগ্রহণে ২৭ হাজার মিটিং আয়োজন করেছিল জাতিসংঘ। আর ১ হাজার ১০০ রিপোর্ট তৈরি করেছে সেক্রেটারিয়েট। ১৯৯০ সালের তুলনায় তা ২০ শতাংশ বেশি।

তিনি বলেন, ‘এই বিপুল সংখ্যক বৈঠক এবং রিপোর্ট জাতিসংঘ ব্যবস্থাকে ভেঙে পড়ার পথে ঠেলে দিচ্ছে।’

গুতেরেস আরও বলেন, ‘এই রিপোর্টগুলোর অনেকগুলোই তেমন পড়া হয় না। শীর্ষ ৫ শতাংশ রিপোর্ট ৫ হাজার ৫০০ বারের বেশি ডাউনলোড হয়। আর প্রতি পাঁচটির মধ্যে একটি রিপোর্টের ডাউনলোড সংখ্যা ১ হাজারেরও নিচে। আর ডাউনলোড মানেই পড়া নয়।’

জাতিসংঘ টানা সপ্তম বছরের মতো আর্থিক সংকটে পড়ার পর, চলতি বছরের মার্চে গুতেরেস ‘ইউ৮০ টাস্কফোর্স’ চালু করেন। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে, ১৯৩টি সদস্য রাষ্ট্রের সবাই সময়মতো এবং সম্পূর্ণ অর্থে তাদের নির্ধারিত চাঁদা পরিশোধ করে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়