শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বুধবার নেপা‌লে শুরু হ‌চ্ছে বিশ্ব টি‌টি চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, খেল‌বে বাংলাদেশের পুরুষ ও নারী দল 

নিজস্ব প্রতি‌বেদক : ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী দলগত প্রতিযোগিতার বাছাইয়ে অংশ নিতে বাংলা‌দেশ পুরুষ ও নারী দল এখন নেপা‌লে।

আগামীকাল ৩০ ও বৃহস্প‌তিবার ৩১ জুলাই কাঠমান্ডুর জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

পুরুষ দলকে কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া দেশের শীর্ষ ৪ র‍্যাংকধারী খেলোয়াড়– রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন ও জাভেদ আহমেদ দলে আছেন। অন্যদিকে নারী দলে রয়েছেন সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা ও ঐশী রহমান।

দলের ম্যানেজার হিসেবে রয়েছেন অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফের লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট দলের সঙ্গে রয়েছেন।

এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বার্ষিক কর্মসূচি অনুযায়ী, এই প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপ অংশগ্রহণ করছে। ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্য দলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। পাকিস্তান ও ভুটান শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

উল্লেখ্য,  ৬৪টি পুরুষ ও নারী দল ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি ২৮ এপ্রিল থেকে ১০ মে লন্ডনে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়