স্পোর্টস ডেস্ক : ক'দি আগে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে। ঘরের মাঠে সালমান আলি আঘাদের হারিয়ে টানা দুই টি-টোয়েন্টি সিরিজ জিতলো লিটন দাসের বাংলাদেশ।
টাইগারদের কাছ সিরিজ হার এখনো অবশ্য মেনে নিতে কষ্ট হচ্ছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার।
প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে বাংলাদেশ। শেষ ম্যাচটায় অবশ্য দাপট দেখিয়েই জয় পায় পাকিস্তান, এড়িয়েছে হোয়াইট ওয়াশ। --- ডেইলি ক্রিকেট
সিরিজে ধারাভাষ্য দিতে আসা রমিজ রাজা এবার নিজের ইউটিউব চ্যানেলে আবারও হারের ক্ষত নিয়ে কথা বললেন। এতোটাই হতাশ ছিলেন সাবেক পাকিস্তানি তারকা, কোথা থেকে কথা শুরু করবেন তা নিয়েও তালগোল পাকিয়ে ফেলেন।
রাজা যেমনটা বলছিলেন, 'এখনো বুঝতে পারছি না যে আমি কী বলব, কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। পাকিস্তানকে লোকেরা ফেভারিট দল মনে করেন।'
'কিন্তু কঠিন পিচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিংয়ের জারিজুরি ফাঁস হয়ে গেল। কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, সেই বুদ্ধি খাটাতে হবে। বড় শট খেলতে হলেও ভালো টেকনিক দরকার।’
ক্রিকেটীয় নানা যুক্তি থাকতে পারে। তবে দিন শেষে বাংলাদেশ পাকিস্তানকে সিরিজ হারিয়েছে। এই বাস্তবতাটাই যেন বেশি পোড়াচ্ছে রমিজ রাজাকে।
তিনি বলেন, 'খুব সহজেই হয়তো পাকিস্তানকে বলা যায় যে এমন কিছু হতেই পারে। ভাগ্য খারাপ ছিল। কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশের কাছে তারা (পাকিস্তান) সিরিজ হেরেছে। বাংলাদেশের কাছে পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হেরে গেছে।