শিরোনাম
◈ ২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ◈ বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে চীনা মেডিকেল টিম ঢাকায় ◈ ৩৭তম বিয়ে করতে এসে ধরা পড়লেন এক প্রতারক, তারপর যা ঘটল ◈ সায় ছিলো না ভারতের, বাতিল হলো দিল্লিতে পলাতক আওয়ামী নেতাদের সংবাদ সম্মেলন! ◈ এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালাল থাইল্যান্ড ◈ দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বললেন: মিথ্যা অভিযোগে ভয় পাই না, আইনিভাবে মোকাবিলা করব ◈ ৩০ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ◈ জাতিসংঘ কার্যালয় স্বার্থ বিবেচনায় স্থাপন, চীনের প্রকল্পে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক: পররাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি ◈ বাংলা‌দে‌শের অবিশ্বাস্য ব্যাটিং ধ্বস, হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো পাকিস্তান

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকায় পি‌সি‌বির সভাপ‌তি, ভারত ও শ্রীলঙ্কা ছাড়াই বৃহস্প‌তিবার  শুরু হ‌চ্ছে এসিসির সভা

নিজস্ব প্রতি‌বেদক : অ‌নেক আ‌লোচনা সমা‌লোচনার ম‌ধ্যেই ঢাকায় বৃহস্প‌তিবার শুরু হ‌চ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা, এই সভা ঘিরে একের পর এক জটিলতা তৈরি হলেও নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায় পৌঁছেছেন সংস্থাটির চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। 

বুধবার (২৩ জুলাই) সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে নাকভিকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও সেখানে উপস্থিত ছিলেন।

তবে এই সভা ঘিরে শুরু থেকেই রয়েছে এক ধরনের অস্বস্তি। সভার ভেন্যু বাংলাদেশ হওয়ায় ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং সহযোগী দেশ ওমান সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আগেই। তবুও এসিসি সভাপতি নাকভি বাংলাদেশের মাটিতেই এ সভা আয়োজনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন।

এদিকে যমুনা নিউজ জানায়, বিসিবি এই ইস্যুতে সরাসরি মুখ খুলতে নারাজ। সংস্থাটি শুরু থেকেই কৌশলী অবস্থান নিয়েছে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই এজিএম আয়োজনে তারা কোনো পক্ষ না। 

বাংলাদেশকে শুধু হোস্ট হতে অনুরোধ করায় তারা আয়োজন করছে মাত্র। সবাই মিলে এজিএম সফল করার কথাও জানান তিনি।

তবে, এই এজিএম ঘিরে যে জল ঘোলা হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। পিসিবি আর আইসিসি চেয়ারম্যানের সাথে বিসিসিআই এর তিক্ত সম্পর্কের মাঝে যে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, সেটিও এখন দিবালোকের মতোই।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমের কোরাম পূরণ করতে টেস্ট খেলুড়ে পাঁচ দেশের তিনটি আর সহযোগী ১০টি দেশের উপস্থিতি লাগবে। ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান এসিসির এবারের বার্ষিক সভা এক সাথে বর্জন করলে পূরণ হবে না কোটা। তাই কোরাম পূরণের জন্য নাকি পিসিবি ও বিসিবি যৌথভাবে চেষ্টা করছে আফগানিস্তানকে রাজি করাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়